Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে সেমিনার

মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  উদ্যোগে সেমিনারআমাদের দেশ ভারতবর্ষ পরাধীন হচ্ছে, মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে কোম্পানির কৃতদাসে পরিনত হবে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের দেশ ভারতবর্ষ  পরাধীন হচ্ছে।শ্রীলঙ্কা,  আর্জে…

 






মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  উদ্যোগে সেমিনার

আমাদের দেশ ভারতবর্ষ পরাধীন হচ্ছে, মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে কোম্পানির কৃতদাসে পরিনত হবে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

 আমাদের দেশ ভারতবর্ষ  পরাধীন হচ্ছে।শ্রীলঙ্কা,  আর্জেন্টিনা, বাংলাদেশের মতো ভারতবর্ষে মুদ্রাস্ফীতি কম বাড়েনি। যেভাবে বাড়ছে ভারতবর্ষ আর বাঁচবে না। ভারতবর্ষের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান,  জীবন জীবিকার পথ কোম্পানির কৃতদাশে পরিনত হবে বলে জানানা পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমএ এন্ড টেক্সটাইল  দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। হলদিয়ায় শিল্পের বিকাশের লক্ষ্যে শুক্রবার হলদিয়ার একটি প্রেক্ষাগৃহে মার্চেন্ট চেম্বার হব তোমার স্ট্যান্ড ইন্ডাস্ট্রির ( MCCI) এর উদ্যোগে 

শিল্প বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।  তিনি আরও  বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলার ব্লকে ব্লকে,  জেলায় জেলায় ক্ষুদ্র, মাঝারি শিল্পের মধ্যমে বাংলায় কর্মসংস্থান গড়ে তোলার। সেই কাজও শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের কাজের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে। রাজ্যের অন্যান্য  জেলায় টেক্সটাইল  শিল্প থাকলেও শিল্প শহর হলদিয়া তা নেই। যাতে রাজ্যে যেসমস্ত জেলায় টেক্সটাইল শিল্প গড়ে ওঠেনি সেই সমস্ত জেলায় যেমন বাকুড়া, পূর্ব,  পশ্চিম মেদিনীপুর  সহ অন্যান্য  জেলায় টেক্সটাইল শিল্প গড়ে তোলার চেস্টার করা হচ্ছে সরকারি ভাবে। আগামীদিনে বাংলায় অনেক বেশি কর্মসংস্থান হবে বলেও জানান মন্ত্রী।

এদিন সেমিনারে  মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন  হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর,  হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু সেখর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ( হলদিয়া) শ্রদ্ধা পান্ডে সহ হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরা।


No comments