নিম্নমানের কাজ ভাঙল সদ্য নির্মিত গার্ড ওয়ালবেশ কয়েকদিনের অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল গার্ডওয়াল।গার্ডওয়াল ভেঙে পড়াতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।হলদিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পুরসভাতে আতাফাল…
নিম্নমানের কাজ ভাঙল সদ্য নির্মিত গার্ড ওয়াল
বেশ কয়েকদিনের অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল গার্ডওয়াল।গার্ডওয়াল ভেঙে পড়াতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।হলদিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পুরসভাতে আতাফালা খাল ১২ নং ওয়ার্ড থেকে একাধিক ওয়ার্ড দিয়ে গিয়ে সুতাহাটার হোড়খালিতে মিশেছে।হলদিয়া পুরসভার ৫ নং ওয়ার্ডে বাসুদেবপুর এলাকাতে আতাফালা খালে প্রায় ৭ মাস আগে ২১০ মিটার গার্ডওয়াল তৈরির পরিকল্পনা নেয় হলদিয়া পুরসভা।গার্ডওয়াল নির্মানের জন্য ব্যায় বরাদ্দ করা প্রায় তিরিশ লক্ষ টাকা।প্রায় তিন মাস আগে গার্ডওয়াল নির্মানের কাজ শেষ হয়।রবিবার সকালে ওই এলাকাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে গার্ডওয়াল।নির্মানের পর মাত্র তিন মাসের মধ্যেই গার্ডওয়াল ভেঙে পড়াতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।এলাকাবাসীর প্রশ্ন ঠিকাদার সংস্থা কী এমন কাজ করলো যা তিন মাসের মধ্যেই ভেঙে পড়লো। হলদিয়া পুরসভার নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন? আইএনটিটিইউসির জেলা কমিটির সদস্য তথা ঠিকাদার রবীন্দ্রনাথ খাটুয়া বলেন "গার্ডওয়াল করার পরে তার সংলগ্ন এলাকাতে পুরসভার নির্দেশে দিন পরেনো মাটি ফেলা হয়েছিল।মাটির চাপে গার্ডওয়াল ভেঙে পড়ে।"পুরসভার এক আধিকারিক বলেন "নির্মান কাজ ঠিক মতো করা হয়নি বলেই গার্ডওয়াল ভেঙে পড়েছে।
এ বিষয়ে পুরসভা সূত্রে খবর গার্ডওয়াল নির্মানে ঠিকাদার কে কোন টাকা দেওয়া হয়নি।হলদিয়া পৌরসভার পুরপ্রধান সুধাংশু মন্ডল বলেন "বিষয়টি কানে এসেছে, খোঁজ নিয়ে দেখছি"।
No comments