Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাটি ফেটে চৌচির, শুকিয়ে যাচ্ছে বীজতলা, মাথায় হাত কৃষকদের

মাটি ফেটে চৌচির, শুকিয়ে যাচ্ছে বীজতলা, মাথায় হাত কৃষকদের
তুষার কান্তি খাঁ, নবগ্রাম-এখন বর্ষাকাল। কিন্তু বৃষ্টির দেখা নেই। কৃষকদের মাথায় হাত । মুর্শিদাবাদ জেলার ২৬  টি ব্লকের কৃষিজীবী মানুষের মনে অসন্তোষের ছাপ। মুর্শিদাবাদ জেলার…

 




মাটি ফেটে চৌচির, শুকিয়ে যাচ্ছে বীজতলা, মাথায় হাত কৃষকদের


তুষার কান্তি খাঁ, নবগ্রাম-এখন বর্ষাকাল। কিন্তু বৃষ্টির দেখা নেই। কৃষকদের মাথায় হাত । মুর্শিদাবাদ জেলার ২৬  টি ব্লকের কৃষিজীবী মানুষের মনে অসন্তোষের ছাপ। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ মানুষের জীবন জীবিকা নির্ভর করে কৃষিজ ফসল অথবা কৃষিজ পণ্যের ওপর। প্রচন্ড রোদে গাছপালা ঝলসে যাচ্ছে।

জেলার কৃষকরা জানান, আষাঢ় মাস শেষ হতে চলেছে। এই সময় আমন ধান রোপনের কাজ শুরু হয়। অথচ ধান রোয়ার জন্য যে বীজতলা বা চারা গাছের দরকার হয় সেই বীজতলা  জলাভাবে শুকিয়ে যাচ্ছে। অনেক বীজ মরেও যাচ্ছে। নবগ্রাম ব্লকের লক্ষণপুর গ্রামের নাসির শেখ জানালেন, বামফ্রন্ট আমলে সেচের জন্য  মিনি ডিপ গুলি বসানো হয়েছিল কিন্তু অত্যধিক বিদ্যুৎ মাসুলের জন্য, জল কিনতে পারছি না। শুধু নবগ্রাম নয় জেলার প্রায় প্রত্যেকটি ব্লকেই একই অবস্থা।

No comments