হরিয়ানায় খেলো ইন্ডিয়া'য় অনুর্ধ-১৮ খো খো প্রতিযোগিতায় তৃতীয় স্থানে বাংলার বালক দল
খো-খো প্রতিযোগিতায় অধিনায়কত্বের নজির গড়ল হলদিয়ার ছাত্র মুর্তজা আলি। সম্প্রতি হরিয়ানায় আয়োজিত "খেলো ইণ্ডিয়া" ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠ…
হরিয়ানায় খেলো ইন্ডিয়া'য় অনুর্ধ-১৮ খো খো প্রতিযোগিতায় তৃতীয় স্থানে বাংলার বালক দল
খো-খো প্রতিযোগিতায় অধিনায়কত্বের নজির গড়ল হলদিয়ার ছাত্র মুর্তজা আলি। সম্প্রতি হরিয়ানায় আয়োজিত "খেলো ইণ্ডিয়া" ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হল । তাতে অনুর্ধ-১৮ খো-খো প্রতিযোগিতায় বাংলা দলের অধিনায়ক হিসেবে মুন্সিয়ানা দেখান হলদিয়ার সুতাহাটার পূর্ব শ্রীকৃষ্ণপুর বিটিএম বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণীর ছাত্র মুর্তজা। প্রতিযোগিতায় তাঁর দল তৃতীয় স্থান দখল করেছে । কিন্তু দলগত এই খেলায় এই ছাত্রের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে । তাঁর সাফল্যে খুশি ক্রীড়া মহল । ছাত্রটি বলেন,"আগামী দিনে আরও ভালো ফলের আশায় কঠিন অনুশীলন করার লক্ষ্যে রয়েছি ।"
No comments