Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাদুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নাতির মৃত্যু, শোকের ছায়া মহিষাদলের ভূঞ্যা পাড়ায়

দাদুকে বাঁতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে  নাতির মৃত্যু, শোকের ছায়া মহিষাদলের ভূঞ্যা পাড়ায়প্রদীপ কুমার মাইতি-পূর্ব মেদিনীপুর-মহিষাদল-৮৫ ঊর্ধ্ব দাদু হৃদরোগে আক্রান্ত। চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো নাতির। মৃতের …

 





দাদুকে বাঁতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে  নাতির মৃত্যু, শোকের ছায়া মহিষাদলের ভূঞ্যা পাড়ায়

প্রদীপ কুমার মাইতি-পূর্ব মেদিনীপুর-মহিষাদল-৮৫ ঊর্ধ্ব দাদু হৃদরোগে আক্রান্ত। চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো নাতির। মৃতের নাম কৌশিক ভূঞ্যা। বয়স ২১ বছর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহিষাদলের সুন্দরায়।

জানাগিয়েছে, বুধবার সন্ধ্যায় অসুস্থ দাদুকে ইলেকট্রিক ইনহেলার দেওয়ার সময় নিজের বাড়িতে ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে ইলেকট্রিক শট খায় মহিষাদল রাজ কলেজের ম্যাথমেটিক্স অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র কৌশিক। মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে কৌশিক কে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । মহিষাদল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ  কর্মাধ্যক্ষ  সেখ রহমান,শিক্ষা কর্মাধ্যক্ষ মানস কুমার পন্ডা জানিয়েছেন, সন্ধ্যার সময় কৌশিক নিজের বাড়িতে অসুস্থ দাদুকে ইলেকট্রিক চিকিৎসা যন্ত্র ব্যবহার করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়। মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। মৃত্যু  খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  বাবা প্রদীপ স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক।  কৌশেকের দাদু দীর্ঘদিন ধরে অসুস্থ। তার দেখাশোনা করত কৌশিক। এই ভাবে সকলকে ছেড়ে চলে যাবে কেউ ভাবতে পারেনি।। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।।


No comments