Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গার সৌন্দযায়ন ও নির্মল গঙ্গার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরে শুরু হলো কেন্দ্রের নমামি গঙ্গে প্রজেক্ট

গঙ্গার সৌন্দযায়ন ও নির্মল গঙ্গার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরে শুরু হলো কেন্দ্রের নমামি গঙ্গে প্রজেক্টগঙ্গার সৌন্দযায়ন এবং নির্মল গঙ্গার লক্ষ্যে দেশ জুড়ে চলছে কেন্দ্রের নমামী গঙ্গা প্রজেক্ট,পশ্চিমবঙ্গে ও শুরু হয়েছে এই প্রজেক্ট এর …

 




গঙ্গার সৌন্দযায়ন ও নির্মল গঙ্গার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরে শুরু হলো কেন্দ্রের নমামি গঙ্গে প্রজেক্ট

গঙ্গার সৌন্দযায়ন এবং নির্মল গঙ্গার লক্ষ্যে দেশ জুড়ে চলছে কেন্দ্রের নমামী গঙ্গা প্রজেক্ট,পশ্চিমবঙ্গে ও শুরু হয়েছে এই প্রজেক্ট এর কাজ, ২৩ শে জুলাই শনিবার থেকে শুরু হলো পূর্ব মেদিনীপুরে এই প্রজেক্ট এর কাজ।এই প্রজেক্টের মূল লক্ষ্য গঙ্গা ঘাট নির্মাণ এবং সংস্কার,তীরবর্তী শ্মশান ঘাট নির্মাণ এবং সংস্কার,গঙ্গা গ্রাম নির্মাণ অর্থাৎ নদীর তীরবর্তী গ্রাম গুলির প্রত্যেকটি বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা এবং গঙ্গার জল যাতে দূষিত না হয়।পূর্ব মেদিনীপুরের ৯২ টি গ্রাম এবং ২টি ব্লক এই প্রজেক্ট এর আওতায় পড়েছে,প্রত্যেক গ্রামের স্কুল কলেজের ৫০ জন পড়ুয়াকে এই প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২ দিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

No comments