Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মরশুমের প্রথম দীঘায় উঠল ইলিশ খুশি মৎস্যজীবীরা

মরশুমের প্রথম দীঘায় উঠল ইলিশ খুশি মৎস্যজীবীরা
মরসুমের প্রথম পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় উঠল ইলিশ। খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। প্রায় ১২  টন ইলিশ উঠল দীঘা মোহনায় ধরা পড়লো। ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়া ও ইলশেগু…

 




মরশুমের প্রথম দীঘায় উঠল ইলিশ খুশি মৎস্যজীবীরা


মরসুমের প্রথম পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় উঠল ইলিশ। খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। প্রায় ১২  টন ইলিশ উঠল দীঘা মোহনায় ধরা পড়লো। ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়া ও ইলশেগুঁড়ি বৃষ্টি দুটো একসাথে হওয়ার ফলে ইলিশের দেখা মিলল দীঘা মোহনায় ও দক্ষিণ ২৪ পরগনায়। ধীরে ধীরে ব্যাপক হারে ইলিশের দেখা মিলতে পারে দীঘা মোহনাতে, এমন টাই আশাবাদী মৎস্যজীবীরা। দীর্ঘদিন ইলিশ হচ্ছিল না আর এমন ইলিশ ধরা পড়তেই খুশির জোয়ার দিঘার মৎস্যজীবীদের মনে। তবে দামে দরে সস্তা নয় বলেও জানাচ্ছেন ক্রেতারা। কিন্তু মাছের সাইজ আশানুরূপ। অর্থাৎ ৫০০ গ্রাম থেকে ৭৫০ গ্রাম পর্যন্ত বারোশো টাকা, এককেজি থেকে দেড়কেজি পর্যন্ত ২০০০ টাকা দরে বিকোছে ইলিশ।

No comments