Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! মহিষাদল থেকে অমরনাথ দর্শনে গিয়েছিল ।তাঁরা সবাই সুস্থ এবং ভালো আছেন

ছবি কল্পনা বালা ভৌমিকেরমহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল জানিয়েছেন অমরনাথ দর্শনে গিয়েছিল ।তাঁরা সবাই সুস্থ এবং ভালো আছেনএইমাত্র মোবাইল ফোনে মহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল জানিয়েছেন ,এই ব্লকের অন্তর্ভুক…

 

            ছবি কল্পনা বালা ভৌমিকের

মহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল জানিয়েছেন অমরনাথ দর্শনে গিয়েছিল ।তাঁরা সবাই সুস্থ এবং ভালো আছেন

এইমাত্র মোবাইল ফোনে মহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল জানিয়েছেন ,এই ব্লকের অন্তর্ভুক্ত  যারা অর্থাৎ যে হরে কৃষ্ণ দলের  22 জনের টিমটি অমরনাথ দর্শনে গিয়েছেন ।তাঁরা সবাই সুস্থ এবং ভালো আছেন। নিখোঁজ বলে তিনজনের যে খবর হয়েছিল। তাঁরা তিনজনই সুস্থ এবং ভালোই আছেন। সকালে তাঁদের হরে কৃষ্ণ দলের টিমটি অমরনাথ দর্শনের জন্য রওনা দিয়েছেন ।

No comments