Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সর্বস্তরের জনগণকে ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,

সর্বস্তরের জনগণকে ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, 
পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লক ও ৫ টি পৌরসভা এলাকা র সর্বত্র শান্তিপূর্ণ ও প্রীতির পরিবেশে ঈদ-উল-অাজহা পালিত হয়েছে।…

 


সর্বস্তরের জনগণকে ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, 


পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লক ও ৫ টি পৌরসভা এলাকা র সর্বত্র শান্তিপূর্ণ ও প্রীতির পরিবেশে ঈদ-উল-অাজহা পালিত হয়েছে। এই ঈদ কোরবানি বা বকরীদ নামেও পরিচিত। কাঁথি ও এগরা মহকুমা র দারুয়া,হাতীশাল বাজার,বসন্তিয়া, হিঞ্চি,কাজলা,ধনদীঘি,গিমাগেড়িয়া,বাধিয়া,মাজনা,কালিন্দী, দেউলীহাট,কশবাগোলা, জেড়থান,ঘোলাবাড়, হিজলী শরীফ,অমর্ষি,পটাশপুর, ভগবানপুর,এগরা,ইটাবেড়িয়া, দুরমুঠ জামে মসজিদ, চৌধুরীবাড়,হরিপুর, ধর্মদাসবাড়,খাগড়াবনি,মৈশামুণ্ডা, তাজপুর প্রভৃতি ঈদগাহে ঈদ-উল-অাজহা পালিত হয়। কোরবানির মর্মার্থ হলো ত্যাগ বা অাত্মোৎসর্গ।সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়ে হয়।প্রকৃত উদ্দেশ্য হল ত্যাগ বা অাত্মোৎসর্গে ব্রতী হওয়া। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হাতীশাল বাজার ঈদগাহে নামাজ শেষে সম্প্রীতির মেলবন্ধনে সকলের সাথে অাবদ্ধ হন।শুধু পশু কোরবানি নয় নিজেদের পশুত্বকে কোরবানি দিয়ে সৌহার্দ্য ও সহমর্মিতার বাতাবরণ কে মজবুত করে দেশ ও জাতির কল্যাণে অাপমর ভারতবাসীকে নিয়োজিত হওয়ার অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ এক প্রেস বিবৃতিতে সর্বস্তরের জনগণকে ঈদ-উল-অাজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক প্রমুখ নেতৃবৃন্দ সকলকে ঈদ মোবারক জানিয়েছেন।

No comments