Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দু'বছর পরেও ভাঙা রাস্তা সংস্কার হয়নি,ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

দু'বছর পরেও ভাঙা রাস্তা সংস্কার হয়নি,ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দু'বছর আগে আমপান ঝড়ের তাণ্ডবে ক্রংকিটের রাস্তার ধারে বড় মহীরুহ বট গাছ হেলে পড়েছিল।ফলে গাছের শেকড়ের টানে রাস্তা ভেঙে যায়,কিন্তু আজও সেই রাস্তা সংস্কার হ…

 



দু'বছর পরেও ভাঙা রাস্তা সংস্কার হয়নি,ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

 দু'বছর আগে আমপান ঝড়ের তাণ্ডবে ক্রংকিটের রাস্তার ধারে বড় মহীরুহ বট গাছ হেলে পড়েছিল।ফলে গাছের শেকড়ের টানে রাস্তা ভেঙে যায়,কিন্তু আজও সেই রাস্তা সংস্কার হয়নি।

স্থানীয় সূত্রে খবর হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শোভারামপুরে একটি কংক্রিট বাঁধাই রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা,কিন্তু হেলদোল নেই প্রশাসনের।বিষয়টি স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান কে জানানো হয়েছে। তবুও কাজের কাজ কিছুই হয়নি।ওই এলাকার পথবাতি থাকলেও তার অর্ধেক বাতি জ্বলে না।তাই সন্ধ্যার সময় ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের।স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকের যাতায়াতের একমাত্র ওই রাস্তা।ভাঙা রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।ওই এলাকার এক কলেজ পড়ুয়া সৌম্যদ্বীপ সামন্ত বলেন,"বাড়ির সামনের এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন কলেজ যাই,ভাঙা জায়গার কাছে মোটরসাইকেল বা অন্য গাড়ি চলে এলে পাশ কাটানো সম্ভব যায় না।একটু আগে থেকেই দাঁড়িয়ে পড়তে হয়।" কেন এই রাস্তা মেরামত করা হয়নি,উত্তরটা সকলের কাছেই অজানা।ওই ওয়ার্ডের বাসিন্দা দেবাশীষ ভূঁইয়া বলেন "শুধু শোভারাপুর নয় ১৪ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা,কাউন্সিলর কে জানিয়েও কাজের কাজ হয়নি।" হলদিয়া চেয়ারম্যান সুধাংশু মন্ডল বলেন "বিষয়টি নজরে এসেছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"

No comments