Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া বন্দর থেকে এই প্রথম বাজে করে ন্যাফথা যাবে বাংলাদেশে সূচনা করলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান ও হলদিয়া রিফাইনারি এক্সিকিউটি অফিসার

হলদিয়া বন্দর থেকে এই প্রথম বাজে করে ন্যাফথা যাবে বাংলাদেশে সূচনা করলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান ও হলদিয়া রিফাইনারি এক্সিকিউটি অফিসার
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হলো, হলদিয়া বন্দর থেকে প্রথম বাংলাদেশে ন্যাফথা রপ্ত…

 


হলদিয়া বন্দর থেকে এই প্রথম বাজে করে ন্যাফথা যাবে বাংলাদেশে সূচনা করলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান ও হলদিয়া রিফাইনারি এক্সিকিউটি অফিসার


দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হলো, হলদিয়া বন্দর থেকে প্রথম বাংলাদেশে ন্যাফথা রপ্তানির যাত্রা শুরু


 হলদিয়া বন্দরের  বার্থ-16 (HOJ-I) থেকে হলদিয়া ডক কমপ্লেক্স, SMPK থেকে বাংলাদেশে ন্যাফথার প্রথম রপ্তানি শুরু হলো।

 আইওসিএল, হলদিয়া রিফাইনারি AQUA রিফাইনারিজ বাংলাদেশে ১৫০০ মেট্রিক টন ন্যাফথা রপ্তানি করলো। ২রা জুলাই বার্জ সাংহাই-8 HOJ-I-এ বার্থ করা হয়েছিল এবং লোড করার পরে রবিবার৩ জুলাই অমল কুমার মেহরা, ডেপুটি চেয়ারম্যান HDC, SMPK এবং  পার্থ ঘোষ, ED, IOCL, হলদিয়া শোধনাগার দ্বারা ফ্ল্যাগ অফ এর মধ্য দিয়ে যাত্রা শুরু হয়৷ ঢাকার কাছে নারায়ণগঞ্জের উজানে গন্তব্যস্থলে ইন্দো বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে বাংলাদেশে ট্রানজিট প্রায় ৬ থেকে ৭ দিন মধ্যে পৌছে যাবে পণ্য।

হলদিয়া বন্দর এবং বাংলাদেশের মধ্যে অন্যান্য  পণ্যের চলাচলের বিশাল ব্যবসায়িক সম্ভাবনা উন্মুক্ত হলো বলে মনে করা হচ্ছে।


No comments