Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে পোষ্টার ঘিরে চাঞ্চল্য

পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে পোষ্টার ঘিরে চাঞ্চল্য প্রধানের স্বামীর বিরুদ্ধে পোষ্টারে শোরগোল এলাকায়।মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের ঘটনা।স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্ৰাম প…

 



পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে পোষ্টার ঘিরে চাঞ্চল্য

 প্রধানের স্বামীর বিরুদ্ধে পোষ্টারে শোরগোল এলাকায়।মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের ঘটনা।স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কেশবপুর গ্ৰামে কেশবপুর হাইস্কুল থেকে পোষ্ট অফিস পর্যন্ত বিভিন্ন গাছে,বিদ্যুৎ-এর খুঁটিতে পোষ্টার দেখা যায়।পোষ্টারে উল্লেখ আছে "প্রবীর প্রামানিক কোন সংসদ থেকে নির্বাচিত,যে পঞ্চায়েতের কাজে হস্তক্ষেপ করছে? তৃনমূল কংগ্রেস জবাই চাই,জবাব দাও" আবার কোন পোষ্টারে লেখা রয়েছে "অবিলম্বে প্রবীর প্রামানিককে পঞ্চায়েত অফিস থেকে দূর হটাও"

এই পোষ্টার ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর।

এলাকাবাসীর একাংশের অভিযোগ,অমৃতবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামানিক থাকা সত্ত্বেও তার স্বামী প্রবীর প্রামানিকের বিরুদ্ধে দৈনন্দিন পঞ্চায়েতের কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ উঠছে।পোষ্টারের তলায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নাম থাকলেও ওই সংগঠনের নেতৃত্বরা তা অস্বীকার করেন।তাদের পাল্টা দাবি এটা তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ।ওরাই আমাদের সংগঠনের নাম দিয়ে এলাকার পোষ্টার দিয়েছে।মহিষাদল-১ ডি,ওয়াই,এফ,আই এরিয়া কমিটির সম্পাদক অরুণ প্রামানিক বলেন "আমাদের সংগঠনের তরফে কোন পোষ্টার লাগানো হয়নি,তৃনমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে এই পোষ্টার পড়েছে,কিন্তু পোষ্টারে যা অভিযোগ করা হয়েছে সেগুলি সঠিক।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রবীর প্রামানিক বলেন "আমি পঞ্চায়েতের কাজকর্মে কোন রকম হস্তক্ষেপ করিনা,সাধারণ নাগরিক হিসেবে কাজ থাকলে পঞ্চায়েত অফিসে যাই।বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট,তাই আমাকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই পোষ্টার পড়েছে।এই পোষ্টারের পেছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে" পঞ্চায়েত ভোটের আগে এলাকায় এই ধরনের পোষ্টার পড়ায় বিরোধীদের দাবি শাসক দলের নেতারা বিভিন্ন পঞ্চায়েতে দিনের পর দিন খবরদারি করছে। কিন্তু প্রশাসন সব জেনেও না জানার ভ্যান করছে।

No comments