Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হিউম্যানিটিজ' এন্ড 'সোশ্যাল সাইন্স' দুটি বিভাগের গবেষণা করার ছাড়পত্র পেয়েছে মহিষাদল রাজ কলেজ

'হিউম্যানিটিজ' এন্ড 'সোশ্যাল সাইন্স' দুটি বিভাগের গবেষণা করার ছাড়পত্র পেয়েছে মহিষাদল রাজ কলেজ
মহিষাদলঃ রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে তখনই উচ্চ শিক্ষার গবেষনা কেন্দ্রের পথ চলা শুরু হল।মঙ্গলবার মহ…

 




'হিউম্যানিটিজ' এন্ড 'সোশ্যাল সাইন্স' দুটি বিভাগের গবেষণা করার ছাড়পত্র পেয়েছে মহিষাদল রাজ কলেজ


মহিষাদলঃ রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে তখনই উচ্চ শিক্ষার গবেষনা কেন্দ্রের পথ চলা শুরু হল।মঙ্গলবার মহিষাদল রাজ কলেজে বৈজ্ঞানিক রিসার্চ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শুভজিৎ প্রতিম বসু,পোস্ট গ্যাজুয়েট স্টাডিজ ইন আর্টস এন্ড কমার্স এর তরুণ কুমার দে,মহিষাদল রাজ কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী,মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ অসীম কুমার বেরা,মহিষাদল রাজ কলেজ রিসার্চ সেন্টারের ডাইরেক্টর তথা ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান আশীষ কুমার দে সহ অন্যান্যরা। 

বর্তমান সময়ে হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সাইন্স দুটি বিভাগের রিসার্চ করার ছাড়পত্র পেয়েছে মহিষাদল রাজ কলেজ।

মঙ্গলবার কলেজের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গবেষণা কেন্দ্রের পথ চলা শুরু হল।

এদিন রিসার্চ সেন্টারের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শুভজিৎ প্রতিম বাসু জানান,"মহিষাদল রাজ কলেজে পথ চলা শুরু তা নতুন আশার আলো বাতাবরণ তৈরি করবে।আমরা চাইছি 'গবেষণার সুযোগটি একটি কেন্দ্র,খালি বিশ্ববিদ্যালয়ের নয়, পরিকাঠামো যুক্ত কলেজ গুলিতে ছড়িয়ে পড়ুক"। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।  আগে বাংলায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিলো হাতে গোনা।এখন সেই সংখ্যা অনেক বেড়েছে সাথে সাথে রিসার্চ করার জন্য রাজ্যের বাইরে যেতে হচ্ছে না।এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে একাধিক রিসার্চ সেন্টার।

No comments