Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান
নন্দীগ্রামে তৃণমূল নেতাকে সিবিআই তলব । হলদিয়ার অস্থায়ী সিবিআই ক্যাম্পে নন্দীগ্রামে তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে অতীতে নন্দীগ্রামের বেশকিছ…

 


তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান


নন্দীগ্রামে তৃণমূল নেতাকে সিবিআই তলব । হলদিয়ার অস্থায়ী সিবিআই ক্যাম্পে নন্দীগ্রামে তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে অতীতে নন্দীগ্রামের বেশকিছু তৃণমূল নেতাকে নোটিশ করেছিল সিবিআই। তাদের মধ্যে 12 জন এক বছর হল জেলে রয়েছেন। 

সূত্রের মাধ্যমে জানা যায়,  বাকি নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের, সেক খুসনবি সেক আমাদুল্লা সহ মোট তিনজনের বিরুদ্ধে সিবিআই বারবার তলব করলেও হাজির হয়নি বলে অভিযোগ। নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ আবু তাহের,সদস্য  সেক খুসনবি। 

হলদিয়া টাউনশিপ এ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাদের তলব করার জন্য আবারও নোটিশ পাঠায় সিবিআই। আজকের মধ্যে নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরসহ বাকি দু'জনকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠায়। 

নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহের জানান, পাখির সিবিআই অ্যারেস্ট করতে পারে সেই কারণে তিনি হাজিরা দিতে অনিচ্ছুক। সে জন্য হলদিয়া আদালতে তিন জনের বিরুদ্ধে  গ্রেফতার করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সিবিআই এর আবেদন মঞ্জুর করলেন হলদিয়া আদালত।

 শেখ মনসুর ( অভিযুক্ত পক্ষের আইনজীবী) বলেন আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হবো।

No comments