Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের প্রাপ্তর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে হলদিয়া শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সিআইটিইউ

রাজ্যের প্রাপ্তর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে হলদিয়া শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সিআইটিইউ
পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট খড়গপুর এবং হলদিয়া তিনটি শিল্পজনকে রাজ্য সরকার আইএনটিটিইউসি শক্ত ভিত করার জন্য…


 



রাজ্যের প্রাপ্তর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে হলদিয়া শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সিআইটিইউ


পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট খড়গপুর এবং হলদিয়া তিনটি শিল্পজনকে রাজ্য সরকার আইএনটিটিইউসি শক্ত ভিত করার জন্য পরিকল্পনা করেছেন । জেলা জেলা শাসক কে কমিটি হেড করে একটি শ্রমিক ও সি ও ডি সংক্রান্ত কমিটি গঠন করেছেন।

হলদিয়া শিল্প তালুকে কারখানার ভিতর এবং বাইরে যখন আইএনটিটিইউসি শক্ত ভিত গড়তে মরিয়া,তখন সেই জায়গায় সিআইটিইউকে চাঙা করার পথে নামলেন সংগঠনের রাজ‍্য সম্পাদক অনাদি সাহু । রাজ‍্যের তৃণমূল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে  ভোট লুঠ এবং শ্রমিকেরদের ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ তুলেছেন । শুক্রবার হলদিয়ার দুর্গাচক কলোনি বাজারে সিটু'র সভায় যোগ দিয়ে রাজ‍্যে শাসক দলের পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের জনবিরোধী পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন । শ্রমিক স্বার্থ দেখভালের জন‍্য জেলাশাসককে মাথায় রেখে নবান্নের গড়ে দেওয়া সরকারি কমিটি সম্পূর্ণ আইন বিরুদ্ধ বলে অভিযোগ তুলেছেন । বাম জমানায় রাজ‍্যের এই প্রাক্তন শ্রমমন্ত্রী বলেন,"তৃণমূল কংগ্রেস বুঝেছে হলদিয়ার শ্রমিকরা বেতন কাঠামো সহ অন‍্যান‍্য সুযোগ-সুবিধার প্রশ্নে ক্ষোভে ফুঁসছেন । শ্রমিকরা শাসক দলের ছত্রছায়া থেকে সরে গিয়েছে । তাই সুকৌশলে সরকারি কমিটি তাদের মাথার ওপর বসিয়ে দেওয়া হয়েছে । পুলিশের কাছে তাদের অভিযোগ জানাতে বলা হয়েছে । পুলিশি রাজ চাপানো হয়েছে । এসব শ্রম আইন বিরুদ্ধ । আমরা আইনি পথে এর মোকাবিলা করব ।" এদিন সভায় রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি এক হাত নিয়েছেন । তিনি বলেন,"শুভেন্দু হলদিয়ায় শিল্প মালিকদের দালালি করেছেন । তার ফলে শ্রমিকরা তাদের প্রাপ‍্য পাওনা-গণ্ডা থেকে বঞ্চিত হয়েছেন । গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছেন ।" সিপিআইএম নেতা সুব্রত পণ্ডা,লক্ষ্মীকান্ত সামন্ত,শান্তনু দাস,অচিন্ত‍্য শাসমল,পরিতোষ পট্টনায়ক,শ‍্যামল দাসঅধিকারী প্রমুখ এদিনের সভায় উপস্থিত ছিলেন । আগামী দিনে হলদিয়া বিধানসভা এলাকায় তাঁরা বাম শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন ।

No comments