Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাড়অমৃতবেড়িয়া-- মায়া চরের ফেরি সার্ভিস এ কোন দুর্নীতির অভিযোগ নেই ,বললেন মায়াচরের বাসিন্দারা

বাড়অমৃতবেড়িয়া-- মায়া  চরের ফেরি সার্ভিস এ কোন দুর্নীতির অভিযোগ নেই ,বললেন মায়াচরের বাসিন্দারা
 রূপনারায়ন নদের  ওপারে হাওড়া জেলার ভূখণ্ডের সঙ্গে জুড়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর । মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ…

 





বাড়অমৃতবেড়িয়া-- মায়া  চরের ফেরি সার্ভিস এ কোন দুর্নীতির অভিযোগ নেই ,বললেন মায়াচরের বাসিন্দারা


 রূপনারায়ন নদের  ওপারে হাওড়া জেলার ভূখণ্ডের সঙ্গে জুড়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর । মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মায়াচর । মায়াচরে একটি উচ্চ মাধ্যমিক স্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও আট হাজারের বেশি জনসংখ্যা রয়েছে। মায়াচরের বাসিন্দাদের খুব কম সময়ে  যাতায়াতের জন্য নদীপথে একটি  ফেরিঘাট বাড় অমৃতবেড়িয়া গ্রামে রয়েছে। যার অফিসিয়ালি নাম রয়েছে দনিপুর হইতে মায়াচর ফেরি সার্ভিস। অমৃতবেড়িয়া গ্রামে কোন ফেরি সার্ভিস এবং ফেরিঘাট নেই। খবরে প্রকাশিত হচ্ছে যে, অমৃতবেড়িয়া হইতে মায়াচর ফেরি সার্ভিস দেওয়া হচ্ছে। সম্প্রীতি হাতে গোনা কয়েকজন কে নিয়ে বিজেপি ফেরিঘাটে একটি পথসভা করেন। ভুটভুটিতে যাত্রীদের কাছ থেকেভাড়া বেশি নেওয়ার অভিযোগে। এই প্রসঙ্গে মায়াচর বাসীর কাছে জানতে চাইলে  --মায়াচরের বাসিন্দা  বসুদাম খাঁড়া, শংকর মাইতি, পবিত্র পট্টনায়ক , মধুসূদন গুছাইত ও শ্যাম পদ বেরা বলেন ,ফেরি সার্ভিস অর্থাৎ খেয়া পারাপারের ভাড়া নিয়ে  কোন অভিযোগ মায়াচর বাসীদের নেই। বিজেপি খবরের কাগজে, টিভির পর্দায় মুখ দেখানোর জন্য মায়াচর বাসীদের নামে মিথ্যা অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে খবর করেছেন। মায়াচর দ্বীপে আমরা বসবাস করি। আমাদের কোন অভিযোগ নেই । কোন এক ঘটনাতে ফেরি সার্ভিস বন্ধ ছিল। তখন আমাদের যাতায়াতের জন্য খুব বিপদে পড়েছিলাম। মায়াচর থেকে গাদিয়াড়া হয়ে লঞ্চ পেরিয়ে গেঁওখালি । তারপর বাসে করে মহিষাদল। আবার মহিষাদল থেকে টোটো করে অমৃতবেড়িয়া পঞ্চায়েত অফিসে আসতে হত। শ্যামপদ বাবু আরও বলেন, তখন বিজেপির কোন নেতা খেয়াঘাটে এসে কোন পথসভা করেন না এবং সাংবাদিকদের ডেকেও আমাদের অসুবিধার কথাগুলো তুলে ধরে না।  অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি উদ্যোগ নিয়ে মায়াচর বাসীদের অসুবিধার কথা চিন্তাভাবনা করে বিধায়কের সঙ্গে আলোচনা করে প্রশাসনে লেভেলে জানান ।এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই অসুবিধার কথাগুলো লিখিতভাবে জানিয়েছিলেন। সেদিন বিজেপির কোন নেতারা ফেরিঘাটে আসে না। আজকে আমরা ১০০ দিনের কাজ করার পর টাকা পাচ্ছি না ।গ্যাসের দাম অত্যাধিক দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পেট্রোলও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে ।সেই বিষয় নিয়ে বিজেপিকে কোন পথসভা করতে দেখিনি। অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামাণিক এই প্রসঙ্গে জানিয়েছেন ,ফেরি সার্ভিসের ভাড়া নিয়ে কোন দুর্নীতির অভিযোগ নেই। নিয়ম মেনে ফেরি সার্ভিস মায়াচর বাসীদের সুবিধার্থে দেওয়া চলছে। এই ঘটনায় মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বিজেপিকে কটাক্ষ করে বলেন , ভোটে হেরে মহিষাদলে জনবিচ্ছিন্ন বিজেপি। বাড় অমৃতবেড়িয়া ফেরি সার্ভিস এ যাত্রীদের কোন অভিযোগ নেই অথচ বিজেপির বুকে ব্যথা লাগছে। কান্নায় ভেঙে পড়েছেন বিজেপি কর্মীরা।

No comments