Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমারে ফিল্মিকায়দায় অভিযান BDO -রঅসাধু চক্রের পর্দাফাঁস

নন্দকুমারে ফিল্মিকায়দায় অভিযান BDO -রঅসাধু চক্রের পর্দাফাঁসনন্দকুমার ব্লকের সামনে দীর্ঘদিন ধরেই অসাধুচক্রের আসর বসেছিল, দীর্ঘদিন যাবত বেশ কিছু অসাধু মানুষদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল অসৎভাবে উপার্জন করার চেষ্টাও করেছে তাঁরা।ফরম …

 



নন্দকুমারে ফিল্মিকায়দায় অভিযান BDO -রঅসাধু চক্রের পর্দাফাঁস

নন্দকুমার ব্লকের সামনে দীর্ঘদিন ধরেই অসাধুচক্রের আসর বসেছিল, দীর্ঘদিন যাবত বেশ কিছু অসাধু মানুষদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল অসৎভাবে উপার্জন করার চেষ্টাও করেছে তাঁরা।

ফরম ফিলাপ করা সহ জমির রেকর্ড পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করছিল বেশ কিছু অসাধু। এছাড়াও ব্লকের নামে নানান ভাবে টাকা আত্মসাৎ করেছিল ওই সমস্ত অসাধূরা,

যে কারণে এদিন লোক আধিকারিক নিজে থেকেই ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই অসাধু ব্যক্তিদের পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভিডিও বলেন দীর্ঘদিন ধরেই এই অসাধু চক্রের আসর বসেছিল তাই হাতেনাতে পাকড়াও করলাম পুলিশের হাতে তুলে দিয়েছি। এরপর থেকে কোনরকম অসাধুচক্র এখানে বসবে না যাদের যা কিছু দরকার সাধারণ মানুষের তারা সরাসরি ভিডিও অফিসে এসে যোগাযোগ করবে এখান থেকেই সমস্ত পরিষেবা পাবে।

No comments