Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাংবাদিক সংগঠন ও লায়ন্স ক্লাবের উদ্যোগে চার জোড়া গণ বিবাহ সমারোহ কাঁথিতে

সাংবাদিক সংগঠন  ও লায়ন্স ক্লাবের উদ্যোগে  গণ বিবাহ সমারোহ কাঁথিতেকাঁথি লায়ন্স  ক্লাবের পরিচালনায়।   লায়েন্স ক্লাব উদ্যোগে ও কোস্টাল প্রেস কর্ণারে সহযোগিতায়। কাঁথিতে আয়াজিত হলো গণ বিবাহ সমারোহ। সমাজের দুস্থ,পিছিয়ে পড়া পরিবার থেকে …

 সাংবাদিক সংগঠন  ও লায়ন্স ক্লাবের উদ্যোগে  গণ বিবাহ সমারোহ কাঁথিতে

কাঁথি লায়ন্স  ক্লাবের পরিচালনায়।   লায়েন্স ক্লাব উদ্যোগে ও কোস্টাল প্রেস কর্ণারে সহযোগিতায়। কাঁথিতে আয়াজিত হলো গণ বিবাহ সমারোহ। 

সমাজের দুস্থ,পিছিয়ে পড়া পরিবার থেকে  উঠে এসে সামাজিক বন্ধনে আবদ্ধ করার প্রয়াস নেওয়া হলো।  সিউড়ি,তমলুক সহ একাধিক জায়গায় জায়গার ছেলে মেয়েদের এই সামাজিক বন্ধনে আবদ্ধ করার সাহায্য করলো এই সংস্থা গুলি। 


সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে রীতিনীতি মেনেই   এই চার জোড়া  বিবাহ  সম্পর্ণ হয়।

 নব সংসারে  সাংসারিক সামগ্রী সহ   প্রতিভোজের পর সম্পর্ণ হয় এদিনের শুভ অনুষ্ঠান।

 প্রতি জোড়ায় প্রদান  করা হয় আলমিরা,সম্পূর্ণ বিছানা  সামগ্রী, সাইকেল, চেয়ার, বাসন, সহ বর কনের বস্ত্র,লজ্জা বস্ত্র, সোনার পলা, লকেট সহ হার, কানের দুল, নাকছাবি,  রুপোর হার, তোড়া, হাঙ্গর সহ  প্রসাধনী সামগ্রী বর ও কনের

এদিনের দম্পতি দয় যথাক্রমে  দীপঙ্কর  ও নিবেদিতা,শঙ্কর ও রুমকি,কিরণ ও অঙ্কিতা,সুমিত ও রূপালী এদের আগামীর জীবন  সাফল্যে ভরা হোক এই শুভ কামনা ও শুভেচ্ছা জানাই কোস্টাল প্রেস কর্ণারে সভ্যরা।

No comments