Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা সাউন্ড সিস্টেম মালিক সংগঠনের বিক্ষোভ ও পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন।
পূর্ব মেদিনীপুর জেলার সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের একটি সারা জেলাজুড়ে মাইক সেট বা সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়াকে ক…

 





পূর্ব মেদিনীপুর জেলা সাউন্ড সিস্টেম মালিক সংগঠনের বিক্ষোভ ও পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন।


 

পূর্ব মেদিনীপুর জেলার সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের একটি সারা জেলাজুড়ে মাইক সেট বা সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে জানা য়ায় ,  দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লক এলাকার সোফিয়াবাদে একটি শীতলা পূজাকে কেন্দ্র করে তারস্বরে সাউন্ড বক্স বাজানো  হয়েছিল, তার প্রতিবাদ করেছিলেন কাঁথি দেশপ্রাণ ব্লক এর বিডিও  শুভজিত জানা, ।সাউন্ড বন্ধ করার প্রতিবাদে ব্লক অফিসে এসে ওই গ্রাম্য পূজা কমিটির  বেশকিছু যুবক বিডিও অফিসে ভাংচুর করে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ,তাদের দাবি কোন প্রকার মাইক বন্ধের নির্দেশ দেওয়া যাবে না । সেই ঘটনার পরে   কাঁথি থানার পুলিশ ও জুনপুট কোস্টাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং  প্রশাসনের উপস্থিতিতে  কমিটির নির্দেশে মাইক বাজানো হয় ।  পরে সাউন্ড সিস্টেমের মালিক কর্তৃপক্ষ সাউন্ড সিস্টেম বাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় বিশাল পুলিশবাহিনী এসে  , একাধিক সাউন্ড সিস্টেম এর সরঞ্জাম , সাউন্ড চালক সহ মেশিন রিকসা চালক কে আটক করে থানায় নিয়ে যায় ।বিষয়টি শেষ অবধি আইনি জটিলতায় আদালত পর্যন্ত  পৌছে যায়। পূর্ব মেদিনীপুর জেলার সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের দাবি ,আমরা সাধারণ মানুষের পারিবারিক মনোরঞ্জন সরকারি বিভিন্ন কর্মসূচি রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচিতে সাউন্ড সিস্টেম দিয়ে  সহযোগিতা করি এবং তার বিনিময়ে  কিছু টাকা রোজগার করে বেকার সমস্যার সমাধান হয়, এবং মালিক পক্ষের পেট চলে।  সম্প্রতিকালে দেখা যাচ্ছে যেখানে সেখানে পুলিশ গিয়ে অতর্কিতভাবে যেকোনো সাউন্ড সিস্টেমকে আটক করে থানায় আনছে এবং পরে থানায় মালিক পক্ষকে ডেকে কিছু টাকা পয়সা চাওয়া হচ্ছে , দাবি মত দিতে না পারায় ওই সাউন্ড সিস্টেমকে দীর্ঘদিন ধরে আটকে রাখে , সাউন্ড সিস্টেমের  জিনিসপত্রে জল ঢালা হচ্ছে এবং আইনী সমস্যায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এই ব্যবসার উপর নির্ভরশীল , মালিক সহ যারা কর্মচারী হিসেবে কাজ করেন তারা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আরো অভিযোগ , কোন সাউন্ড সিস্টেম রাস্তা দিয়ে নিয়ে গেলে  পুলিশ জোরপূর্বক তোলা তুলছে, টাকা না দিলে বিনা নোটিশে সাউন্ড সিস্টেম আটক করে থানায় ঢোকাচ্ছে ।  তাই এর প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয় । এই কর্মসূচিতে উঠে আসে আগামী দিন যদি এইভাবে পুলিশের কাছে হেনস্থা হতে হয় , তাহলে তারা বৃহওর আনদলনে নামবেন এবং যে কোন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হবেন।,  তাদের আরও দাবি এই একই সাউন্ড সিস্টেম যদি কোনো সরকারি অনুষ্ঠান বা রাজনৈতিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় তখন কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলছে না। তাহলে কেন তারা ব্যক্তিগত অনুষ্ঠান বা কোন ক্লাবের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ভাড়া দিলে, পুলিশ কেন তাদের বারে বারে বিপদের মুখে ফেলছে। এই ব্যবসা চালাতে গেলে সরকারের নিয়ম নীতি রয়েছে সবটাই নিয়ম মেনে , পঞ্চায়েত কে Tax দিয়ে তারা  ব্যবসা করে এবং  GST দিয়ে সাউন্ড এর সরঞ্জাম কেনে, তারপরেও কেন পুলিশ  প্রতনিয়ত  তাদের কাজে বাধা বাধা প্রদান করছে ?

No comments