Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছয় বছর পর এইচডিএ-র পরিচালন সমিতিতে হলদিয়ার পুর-প্রতিনিধি

ছয় বছর পর এইচডিএ-র পরিচালন সমিতিতে হলদিয়ার পুর-প্রতিনিধি
হলদিয়া: ছয় বছর পর হলদিয়া উন্নয়ন পর্ষদের পরিচালন সমিতিতে জায়গা পেলেন হলদিয়া পুরসভার প্রতিনিধি।২০১৬ সালে বিধানসভা ভোটের পর এইচডিএ পরিচালন বোর্ড থেকে তাৎপর্যপূর্ণ ভাবে …

 




ছয় বছর পর এইচডিএ-র পরিচালন সমিতিতে হলদিয়ার পুর-প্রতিনিধি


হলদিয়া: ছয় বছর পর হলদিয়া উন্নয়ন পর্ষদের পরিচালন সমিতিতে জায়গা পেলেন হলদিয়া পুরসভার প্রতিনিধি।২০১৬ সালে বিধানসভা ভোটের পর এইচডিএ পরিচালন বোর্ড থেকে তাৎপর্যপূর্ণ ভাবে হলদিয়া পুরসভার সদস্য পদ চলে যায়।সেই বছর বিধানসভা ভোটে হলদিয়ায় রাজ্যে শাসকদল বিরোধী সিপিএমের উত্থানকে এই ঘটনার কারণ বলে অনেকেই মনে করেছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি সার্বিক উন্নয়ন পরিকল্পনায় এইচডিএতে হলদিয়া পুরসভার গুরুত্ব উপলব্ধি করা হয়েছে।আরও স্পষ্ট করে বলা যায়,৩ মাস পর ৯ সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃনমূল পরিচালিত হলদিয়া পুরসভার মেয়াদ। তাই ভোট রাজনীতির প্রেক্ষাপটে উন্নয়ন পরিকল্পনায় পুরসভার সদস্যভুক্তির গুরুত্ব রয়েছে।তাই ৬ বছর পর পুরানো পদ ফিরিয়ে দেওয়া হল বলে রাজনৈতিক মহলের ধারনা।এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, “হলদিয়া পুরসভা এইচডিএ বোর্ড সদস্য হওয়ার সরকারি ছাড়পত্র পেয়েছে।এটা আমাদের কাছে সুখবর।এবার একসঙ্গে কাজ করার সুযোগ পাবো।” রাজ্য ও পৌরসভায় শাসকদল তৃণমূল থাকা সত্ত্বেও সদস্য পদ কেন চলে যায়,সে বিষয়ে মন্তব্য করতে চায়নি পুর-প্রধান সুধাংশু মণ্ডল। তবে বিষয়টিতে মোটেও সন্তুষ্ট ছিলেন না পুর-প্রধান।তা তাঁর বক্তব্যে স্পষ্ট ধরা পড়েছে।তিনি বলেন,“এইচডিএতে হলদিয়া পৌরসভার সদস্য থাকা উচিত ছিল।কিন্তু কেন হয়নি,তা আমি জানি না,তৎকালীন যারা দ্বায়িত্বে ছিলেন তারাই ভালো বলতে পারবেন।”এবার এলাকায় উন্নয়নে এইচডিএ এবং পুরসভা যৌথভাবে কাজ করবে‌।কাজে গতি আসবে বলে একশো শতাংশ নিশ্চিত হলদিয়া পৌরসভার পুরপ্রধান সুধাংশু মন্ডল।মঙ্গলবার এইচডিএর বোর্ড মিটিংয়ে তিনি প্রথমবার যোগদান করেন।হলদিয়া পুর এলাকায় আগামীদিনে কিভাবে উন্নয়ন হবে,এইচডিএর সঙ্গে সে বিষয়ে আলোচনা করা হয়।বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ডের সদস্য ১২ জন।যেখানে পাঁশকুড়া ও হলদিয়া পৌরসভার প্রতিনিধি রয়েছে।হলদিয়া পৌরসভার মেয়াদ ফুরানোর তিন মাস আগে হলদিয়া পৌরসভা থেকে এইচডিএ বোর্ডে নতুন সদস্য সংযুক্তি হওয়ায় গেরুয়া শিবিরের প্রদীপ বিজলী

 দাবি পরপর দু'বার হলদিয়া বিধানসভা হাত ছাড়া হওয়ায় পুরভোটের আগে তৃণমূলের অন্দরে গুটি সাজানো হচ্ছে।এটা পৌরবাসীর আই-ওয়াস ছাড়া অন্য কিছু নয়।যে পৌরসভা তে চেয়ারম্যান কাউন্সিলদের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে,তারা আবার সাধারণ মানুষের উন্নয়নের জন্য নতুন করে সদস্য নির্বাচিত হয়েছেন।

No comments