Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলার জয়জয়কার, মেধাতালিকায় অষ্টমস্থানে হলদিয়ার অনিষ

মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলার জয়জয়কার, মেধাতালিকায় অষ্টমস্থানে হলদিয়ার অনিষ শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক-২০২২ এর ফলপ্রকাশ।পরীক্ষা শেষের ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ হল। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদ…

 




মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলার জয়জয়কার, মেধাতালিকায় অষ্টমস্থানে হলদিয়ার অনিষ

 শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক-২০২২ এর ফলপ্রকাশ।পরীক্ষা শেষের ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ হল। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর।মাধ্যমিকে তৃতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার চোরপালিয়া শ্ৰী শ্ৰী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা প্রধান (৬৯১)।পাশাপাশি হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়াতন হাইস্কুলের অনিষ ঘোড়ই(৬৮৬) মেধা তালিকায় অষ্টম স্থানে জায়গা পেয়েছে।তার প্রাপ্ত নম্বর ৬৮৬,তিনটি বিষয় অঙ্ক,ভৌত বিজ্ঞান ও ভূগোলে ১০০ পেয়েছে।সে চিকিৎসক হতে চায়।তার এই সাফল্যে খুশি বাবা,মা সহ পরিবারের সদস্যরা।শুক্রবার অনিষকে তার স্কুলের শিক্ষকরা ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।অনিষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হলদিয়ার স্কুলভিত্তিক মাধ্যমিকের ফলাফল

চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন :- অনিষ ঘোড়াই– ৬৮৬ পৌর পাঠভবন :- জিতেন্দ্র মাইতি– ৬৭৪ হলদিয়া গভর্নর স্পনসর বিবেকানন্দ বিদ্যাভবন :- অন্বেষা বারিক– ৬৭৪ দোরো শোভারামপুর হাইস্কুল :- চকদ্বীপা হাইস্কুল :- দীপেন্দ্রনারায়ণ পন্ডা– ৬৪৮

দেভোগ শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠ :- ৭) গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাপীঠ :- সুদীপ তুঙ্গ ও মেঘা মাঝি– ৬৩৬

 মনোহরপুর হাইস্কুল :- সায়নদীপ দাস– ৪৭৬ সুতাহাটা জনকল্যাণ শিক্ষা নিকেতন :-  সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় :-সঞ্জুলা মাইতি– ৬৬৯পরাণচক শিক্ষা নিকেতন :- অলিভিয়া অধিকারী– ৬৬৮পুনবার্সন হাইস্কুল :- পুর্ণেন্দু প্রধান–৫৩৭ হলদিয়া গভর্নর স্পনসর হাই সেকেন্ডারি হাইস্কুল :- প্রীতম পাত্র– ৬৮৩ হলদিয়া হাইস্কুল :- সংসপ্তক আদক– ৬৭৫ জয়নগর হাইস্কুল– ৬৫১ বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় :- প্রণিতা ভৌমিক– ৬৬৯ লক্ষ্যা হাইস্কুল :-  হাতিবেড়্যা অরুণচন্দ্র হাইস্কুল :-সুতাহাটার পূর্ব শ্রীকৃষ্ণপুর বি টি এম বিদ্যাপীঠ স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে নাফিসা পারভিন, প্রাপ্ত নম্বর ৫৬৮

দেউলপোতা হাইস্কুল - প্রবীর বেরা– ৫৪১রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির :- দীপাঞ্জন ঘোড়াই– ৬৪৫ ( রাজ্যের মধ্যে অষ্টম)ঢেকুয়া বিবেকানন্দ অগ্ৰনী সংঘ হাইস্কুল :- রাজিউদ্দিন শাহ :- ৬৩৮বাড়বাজিতপুর যতীন্দ্র হাইস্কুল :- ঋতিকা সেনা– ৬৪৬ বাড় অমৃত বেড়িয়া হাই স্কুল 98 জন পরীক্ষা দিয়েছিল। ৯৭ জন পাশ করেছে । সর্বোচ্চ নম্বর পেয়েছে রিমা পাল ৬৩৩। ভোলসারা দ্বারিকানাথ হাই স্কুল এবারে মোট ৭৬ জন পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ৭৪ জন । সর্বোচ্চ নম্বর পেয়েছে সায়ন সামন্ত ৫৫৫ ।কেশবপুর ভবতারন বাণী মন্দির উচ্চ বিদ্যালয় মোট ১১৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ১১২ জন পাশ করেছে । সর্বোচ্চ নম্বর পেয়েছে  স্বপ্নীল টিলি ৬২৯ ।মহিষাদল গয়েশ্বরী  গার্লস হাই স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে কনমিকা ভৌমিক ৬৫৪ ।

এ ছাড়া পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লক এর মধ্যে দুটি  হাই স্কুল  অন্যান্য হাইস্কুলের চেয়ে বেশি নম্বর পেয়েছে। মহিষাদল রাজ হাই স্কুল (উ: মা:) সর্বোচ্চ নম্বর পেয়েছে স্বর্ণেন্দু দরবার ৬৮০ এবং গোপালপুর হাই স্কুল (উ: মা: ) নারায়ন সাহু ৬৭২  লক্ষ্যা হাই স্কুল সর্বোচ্চ নম্বর পেয়েছে সার্বিক  মন্ডল ৬১৭ । লক্ষ্যা গার্লস হাই স্কুল সর্বোচ্চ নম্বর পেয়েছে অনন্যা জানা ৬২২ ।গেঁওখালি হাই স্কুল সর্বোচ্চ নম্বর পেয়েছে সন্তু বেরা ৫৪৪ ।কিসমৎ নাইকুন্ডি জি .পি . হাই স্কুল সর্বোচ্চ নম্বর পেয়েছে পুষ্প পাল ৫২০ ।গেঁওখালি নিকুঞ্জ মেমোরিয়াল গার্লস হাই স্কুল সর্বোচ্চ নম্বর পেয়েছে শ্রেয়া জানা ৪৬১ ।


No comments