Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশ্য দিবালোকে চুরি- ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রকাশ্য দিবালোকে চুরি- ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপ্রদিপ কুমার মাইতি- এগরা-দিনে -দুপুরে প্রকাশ্য দিবালোকে চুরি- ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার …

 


প্রকাশ্য দিবালোকে চুরি- ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রদিপ কুমার মাইতি- এগরা-দিনে -দুপুরে প্রকাশ্য দিবালোকে চুরি- ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- কুদি রাজ্য সড়কের উপরে কাশিমপুর প্রাথমিক স্কুলের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর বাইকে করে এক ব্যক্তি পরিবারকে সঙ্গে নিয়ে  তাঁর আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, এক দুস্কৃতী মোটর বাইকে করে ফিল্মি কায়দায় তার পিছু ধাওয়া করে। অবশেষে চলন্ত বাইকে করে মাঝ রাস্তায় এক মহিলার সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তারপর চিৎকার করার পরেও  স্থানীয়দের কোন হেলদোল নেই। এ দিন  বেলা প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে কুদি- দোবাঁধি রাজ্য সড়কে উপরে আইলান প্রাথমিক স্কুলের কাছে। অভিযোগকারী সুবল চন্দ্র গিরি জানিয়েছেন, আমি পরিবারকে সঙ্গে নিয়ে মোটর বাইকে করে সাননিহারী থেকে দোঁবাধি- কুদি রাজ্য সড়ক ধরে কামারডিহাতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। কাশিমপুর প্রাথমিক স্কুলের কাছে পেছন থেকে মোটর বাইকে করে এক দুষ্কৃতী আমার স্ত্রীর গলায় সোনার ন্যাকলেস ছিনতাই করে সটান চম্পট দেয় বলে অভিযোগ। তবে বহু খোঁজাখুঁজির পরেও ওই দুষ্কৃতীর কোন হদিস মেলেনি। এ দিন বিকেলে অভিযোগকারী সুবল চন্দ্র গিরি এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এগরার এসডিপিও মহম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু  প্রকাশ্য দিবালোকে চুরি- ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে  উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন।

No comments