Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন

অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসনপ্রদীপ কুমার মাইতি- এগরা-হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের রাসন মৌজায় কুদি বাসস্ট্যান্ড সংলগ্ন এল…

 




অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন

প্রদীপ কুমার মাইতি- এগরা-হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের রাসন মৌজায় কুদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ প্রায় কুড়ি-বাইস বছর ধরে কুদিতে রাস্তার ধারে পিডব্লিউডি জায়গার উপরে স্থানীয় এলাকার বেশ কয়েকজন অবৈধ নির্মাণ করে ছিল বলে অভিযোগ। পাশাপাশি দোকানঘর করে পসরা সাজিয়ে রমরমিয়ে ব্যবসা করছিল। বহুবার বলা সত্বেও তাঁদের কর্ণপাত হয়নি। এরপরে অভিযোগকারী পুরঞ্জন সাউ ও প্রদীপ মাইতি কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁরা ২০২০ সালে উচ্চ আদালতে মামলাও করেন। প্রায় দু'বছর পর আদালত চারখানা অবৈধ নির্মাণ প্রশাসনকে ভাঙার নির্দেশ দেন। তবে আদালতের নির্দেশক্রমে শনিবার এগরার কুদিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন ঘোষ ও এগরার আইসি মৌসম চক্রবর্তীর নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতিতে এ দিন চারখানা খানা অবৈধ নির্মাণ ( দোকানঘর) উচ্ছেদ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে কুদিতে আরও অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সরব হন এলাকাবাসীর একাংশ। কিন্তু এ বিষয়ে অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী। তবে গ্রামবাসীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রশাসনের।

No comments