Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এনবিএ স্বীকৃতি পেল হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি

এনবিএ স্বীকৃতি পেল হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ন‍্যাশনাল বোর্ড ফর অ‍্যাক্রিডিটেশানের স্বীকৃতি পেল হলদিয়ার গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ‍্যাণ্ড টেকনোলজি । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দেওয়া এই স্বীকৃতি রাজ…

 


এনবিএ স্বীকৃতি পেল হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি

 ন‍্যাশনাল বোর্ড ফর অ‍্যাক্রিডিটেশানের স্বীকৃতি পেল হলদিয়ার গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ‍্যাণ্ড টেকনোলজি । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দেওয়া এই স্বীকৃতি রাজ‍্যে ১৭৪ টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম অর্জন করল হলদিয়ার এই প্রতিষ্ঠান । ২০০৭ সালে পথ চলা শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটি । এত বছর পর পঠন-পাঠনের গুণগত সম্মান প্রাপ্তি যথেষ্ট আনন্দের । শনিবার হলদিয়ায় সাংবাদিক বৈঠকে জানান কলেজ অধ‍্যক্ষ বিক্রমজিৎ চৌধুরি । উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান ডঃ লক্ষণ লক্ষণ চন্দ্র শেঠ ভাইস চেয়ারম্যান স্পশিতা পন্ডা শেঠ আই কেয়ার  সম্পাদক আশীষ লাহিড়ী  ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ, কলেজের রেজিস্টার সুবিমল দাস প্রমূখ। 

কলেজের প্রিন্সিপাল বিক্রম জিৎ চৌধুরী বলেন  সিভিল,মেকানিক‍্যাল,ইলেক্ট্রিক‍্যাল এবং কমপিউটার সায়েন্স অ‍্যাণ্ড টেকনোলজি চারটি বিষয় পড়ানো হয় । কেন্দ্রের এই স্বীকৃতি পঠনপাঠনে আরও বেশী বিশ্বাসযোগ্যতা তৈরী করল । আগামী তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পযর্ন্ত এই স্বীকৃতির বৈধতা থাকছে । কারিগরী শিক্ষা ক্ষেত্রে  আগামী দিনে এই প্রতিষ্ঠানের সম্মান এবং গুরুত্ব সমানভাবে বেড়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট শিক্ষা মহল।

No comments