Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার ভাইস-চয়ারম্যান নাম ঘোষণা থাকলেও! দলের সিদ্ধান্ত কে কার্যকরী করলেন না অন্যান্য কাউন্সিলররা

দলের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার ভাইস-চয়ারম্যান নাম ঘোষণা থাকলেও! দলের সিদ্ধান্ত কে কার্যকরী করলেন না অন্যান্য কাউন্সিলররাপ্রদীপ মাইতি - এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যানের নাম আগে থেকে ঘোষণা থাকা সত্ত্বেও হতে পারলো না জয়ন্ত সাউ। তা…

 


দলের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার ভাইস-চয়ারম্যান নাম ঘোষণা থাকলেও! দলের সিদ্ধান্ত কে কার্যকরী করলেন না অন্যান্য কাউন্সিলররা

প্রদীপ মাইতি - এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যানের নাম আগে থেকে ঘোষণা থাকা সত্ত্বেও হতে পারলো না জয়ন্ত সাউ। তার জায়গাতেই এলো এগরা পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা চক্রবর্তী।

এগরা পৌরসভার পৌর নির্বাচনের পরে সমস্ত জায়গায় পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ বোর্ড গঠন হয়েছে  কয়েক মাস হল কিন্তু বাদ ছিল এগরা পৌরসভা এগরা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যান নিয়ে রাজনৈতিক তরজা চলছিল।  12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ তার নাম প্রস্তাবিত হয় রাজ্য থেকে একসাথে চেয়ারম্যান স্বপন নায়কের নাম প্রস্তাব হয়। সেই অনুযায়ী চেয়ারম্যান হন স্বপন নায়ক জয়ন্ত সাউ ভাইস  চেয়ারম্যান করা নিয়ে বোর্ড মিটিং ডাকলে তৃণমূলের  থেকে কোনো কাউন্সিলর উপস্থিত হয়নি। এই নিয়ে সাতবার মিটিং ডাকলেও ভাইস চেয়ারম্যান পদ নিয়ে কোন সুরাহা হচ্ছিলোনা এতদিন ধরে। আজ স্বপন নায়ক   ও অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলেন এগরা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চক্রবর্তী কে।এই নিয়ে সকাল থেকে চলছিল জয়ন্ত অনুগামীদের ধরনা এই ঘটনা থেকে চলে বিক্ষোভ এগরা  পৌরসভার সামনে হাতাহাতি ও হলে হয় পুলিশের সাথে এই ঘটনাকে কেন্দ্র করে জয়ন্ত অনুগামী এক সমর্থক কে এগরা  থানা আটক করে ।এই নিয়ে সোচ্চার হয়েছেন জয়ন্ত সাউ ও তার অনুগামীরা। জয়ন্ত সাউ বলেন তমলুকে একট সাংগঠনিক মিটিংয়ে তৃণমূলের পাঠানো একটি  বন্ধ খাম থেকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম পাঠানো হয় ।সেই নাম পাঠ করে শোনান মন্ত্রী সৌমেন মহাপাত্র উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি এগরার বিধায়ক ও কাঁথি তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কুমার মাইতি। তার পরেও অন্য কাউন্সিলর এর নাম উঠে এলো কিভাবে ভাবাচ্ছে রাজনৈতিক মহল কে তবে কী অন্যকোন রয়েছে রহস্য এই বিষয়ে হস্তক্ষেপ করবে  দুই মন্ত্রি থেকে জেলা তৃণমূল এটাই দেখার বিষয়


No comments