Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকারী ইতিরানী পাত্রকে কাঁথি পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দিলেন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকারী ইতিরানী পাত্রকে কাঁথি পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দিলেনউচ্চ মাধ্যমিক পরিক্ষায় কাঁথি তথা পুর্ব মেদিনীপুর জেলার গর্ব ইতি রানী পাত্র কে কাঁথি পৌরসভার ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে পক্ষ থে…

 


উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকারী ইতিরানী পাত্রকে কাঁথি পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দিলেন

উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কাঁথি তথা পুর্ব মেদিনীপুর জেলার গর্ব ইতি রানী পাত্র কে কাঁথি পৌরসভার ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে পক্ষ থেকে আজ সম্বোধন দেওয়া হলো। প্রসংগ উল্লেখ থাকে ইতিরানী পাত্র মৈশালী ত্রৈলোক্য বিদ্যাপীঠ থাকে এবারে উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়ে ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম এবং পুর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় ও কাঁথি মহকুমায় প্রথম স্থান লাভ করে। তাঁর নিজস্ব বাসভবন ১৭ নম্বর ওয়ার্ডে করকুলি গ্রামে তাকে পুস্পস্তবক মিষ্টি এবং উপহার তুলে দিয়ে সম্বোধীত করেন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিল তাপস দলাই এবং সুশীল দাস এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, নিতু দেব, মনোরঞ্জন সিং শিক্ষক তপন মহাপাত্র, সমীরন বড়াই এবং ইতির দাদু  গণেশ পাত্র ও ঠাকুমা শান্তিময়ী পাত্র।

No comments