গত ৩১ শে মে গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ, সোমবার সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন তমলুকের এস ডি পি ও আলী আবু বক্করপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার প্রতাপপুর থেকে ব্রজলালচক যাওয়ার পথে হলদিয়া মেচেদা জাতীয় সড়কে খঞ্চি বাস স্…
গত ৩১ শে মে গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ, সোমবার সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন তমলুকের এস ডি পি ও আলী আবু বক্কর
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার প্রতাপপুর থেকে ব্রজলালচক যাওয়ার পথে হলদিয়া মেচেদা জাতীয় সড়কে খঞ্চি বাস স্টপেজের কাছে বিকেল পাঁচটা নাগাদ শ্যামাচরণ মুখার্জি তার চার চাকার গাড়িতে করে হুজুরকে (সৈয়দ খালেদ আলী) নিয়ে যাওয়ার পথে কিছু দুষ্কৃতী ব্যাক্তি আচমকা ওই চার চাকার গাড়িতে ভাঙচুর করে, নন্দকুমার থানায়
এমনই অভিযোগ দায়ের করেন গাড়ী চালক শ্যামাচরণ মুখার্জি । এরপর এই ঘটনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে। নন্দকুমার থানার পক্ষ দ্রুত তদন্তের প্রক্রিয়া শুরু করা হয়। রবিবার ফরেনসিক টিম এসে গাড়িটি পরীক্ষা করেন, প্রাথমিক ভাবে এম ভি আই টিমরা জানিয়েছেন গাড়িটি তে কোনো মেকানিক্যাল সমস্যা ছিল না। এবং ফরেনসিক টীমরা জানিয়েছেন গাড়িতে কোন ইট,পাথরের আঘাত,বা ফায়ারিং হয়নি। ফলে এই ঘটনায় যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়ে পড়ে তাই সোমবার তমলুকে একটি সাংবাদিক বৈঠক করে সমস্ত কিছু জানালেন তমলুকের এসডিপিও আলী আবু বক্কর।
No comments