সুতাহাটা আমলাট থেকে কেউটে সাপ উদ্ধার
শনিবার বিকেলে হলদিয়ার সুতাহাটার জনকল্যাণ হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে একটি ৫ ফুট লম্বা কেউটে সাপ উদ্ধার করা হয়।হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমলাট গ্ৰামের বাসিন্দা বনমালী বেরার বাড়িতে মাছ ধ…
সুতাহাটা আমলাট থেকে কেউটে সাপ উদ্ধার
শনিবার বিকেলে হলদিয়ার সুতাহাটার জনকল্যাণ হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে একটি ৫ ফুট লম্বা কেউটে সাপ উদ্ধার করা হয়।হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমলাট গ্ৰামের বাসিন্দা বনমালী বেরার বাড়িতে মাছ ধরার জালে আটকে ছিল সাপটি।স্থানীয় সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা গিয়ে সাপটি উদ্ধার করে।বিজ্ঞান মঞ্চের সদস্য নকুল চন্দ্র ঘাঁটী জানিয়েছেন মৎস্য শিকার করতে এসে সাপটি ফুটজালের ফাঁসে আটকে পড়েছিল,আমরা গিয়ে সাপটি উদ্ধার করে বালুঘাটা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি।
No comments