Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে বেপরোয়া বাইকের বলি এক,অন্যদিকে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মী

(মিনি ব্রাঞ্চের কর্মী মৃদুল গুমট্যা)
মহিষাদলে বেপরোয়া বাইকের বলি এক,অন্যদিকে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মী
 সোমবার দুপুর নাগাদ দুই মর্মান্তিক ঘটনার জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায় অকালে প্রাণ গেল দুই যুবকের। একদিকে বেপরোয়া …

 


 (মিনি ব্রাঞ্চের কর্মী মৃদুল গুমট্যা)


মহিষাদলে বেপরোয়া বাইকের বলি এক,অন্যদিকে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মী


 সোমবার দুপুর নাগাদ দুই মর্মান্তিক ঘটনার জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায় অকালে প্রাণ গেল দুই যুবকের। একদিকে বেপরোয়া বাইক দুর্ঘটনায় রামবাগ মোড়ের কাছে প্ৰাণ হারিয়েছে এক যুবক।মৃত যুবকের নাম সঞ্জিত গায়েন ওরফে সাধু (২১)। তাঁর বাড়ি মাসুড়িয়া গ্রামে।

অন্যদিকে রথতলাস্থিত সরকারী ব্যাঙ্কের ঠিক উল্টোদিকে অবস্থিত মিনি ব্রাঞ্চের কর্মী মৃদুল গুমট্যা (৩৫) বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে খবর। তাঁর বাড়ি বাসুলিয়া গ্রামে। বেলা ৩টের পাওয়া খবর অনুযায়ী দুটি দুটি মৃতদেহই এই মুহূর্তে মহিষাদলের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন বেলা প্রায় ১.৩৫টা নাগাদ বাড়ি থেকে মোটর বাইক নিয়ে প্রচন্ড গতিতে মহিষাদলের দিকে আসছিল সঞ্জিত ওরফে সাধু।রামবাগ মোড়ের বাঁক পেরিয়ে আসার পরেই বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং কিছুটা এগিয়ে এসে পেট্রল পাম্পের উল্টোদিকের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে ছেলেটি। সেই সময় ঘটনাস্থলের আশেপাশে থাকা কয়েকজন ছেলেটিকে উদ্ধারে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মহিষাদল বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

No comments