Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিয়াওয়াকি ফরেস্ট পদ্ধতি অবলম্বন করে বৃক্ষরোপণ উদ্বোধন করেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার শ্রী পার্থ ঘোষ

"কেবল একটি পৃথিবী" বিশ্ব পরিবেশ দিবসের থিম নিয়ে মিয়াওয়াকি ফরেস্ট পদ্ধতি অবলম্বন করে বৃক্ষরোপণ  উদ্বোধন করেন শ্রী পার্থ ঘোষবিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে সুস্থ রাখতে গাছ লাগান প্রাণ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে হলদিয়া …

 




"কেবল একটি পৃথিবী" বিশ্ব পরিবেশ দিবসের থিম নিয়ে মিয়াওয়াকি ফরেস্ট পদ্ধতি অবলম্বন করে বৃক্ষরোপণ  উদ্বোধন করেন শ্রী পার্থ ঘোষ

বিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে সুস্থ রাখতে গাছ লাগান প্রাণ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে হলদিয়া রিফাইনারি সবুজায়নের লক্ষ্যে এগিয়ে চললেন নিজস্ব প্যান্টের ভিতর যেমন গাছ লাগিয়েছেন সারা জেলা কে সবুজায়ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন। ইতিমধ্যে মহিষাদল রাজবাড়ি তে করা হয়েছে সবুজায়ন পূর্ব মেদিনীপুর জেলার সৈকত দীঘা কোস্টাল এরিয়া লাগানো হয়েছে লক্ষাধিক গাছ। আজ ৫ জুন হলদিয়া হাতিবেড়িয়া রেল স্টেশনের কাছেই গাছ লাগিয়ে এই বার্তা দিলেন। তিনি বলেন

হলদিয়ার বালুঘাটায় বায়ো ডাইভারসিটি পার্ক গড়বে আইওসি,হলদিয়া বালুঘাটায় বন দপ্তরের সহায়তায় বায়ো ডাইভারসিটি পার্ক তৈরি করবে আইওসি।যেখানে ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হবে।যা পরিবেশের জন্য এবং সকলের শিক্ষার জন্য উপযোগী হয়ে উঠবে।হলদিয়ায় পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইওসি রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর(ইডি) পার্থ ঘোষ।দক্ষিণ পূর্ব রেলওয়ে, খড়গপুরের সহযোগিতায় এই প্রকল্পে প্রায় ২০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে আশা করা হচ্ছে।

শহরে বনায়নের গুরুত্ব উল্লেখ করে মিঃ পার্থ ঘোষ বলেন এই ধরণের বনায়নগুলি হল শহরের ফুসফুল, যা ২৫টি অক্সিজেন ব্যাঙ্ক এবং কার্বন প্রশমিত করবে। আগামী দিনগুলিতেও পরিবেশ রক্ষার প্রতি হলদিয়া রিফাইনারী প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাবে।

সম্প্রতি, এই প্রথম মিয়াওয়াকি বন পদ্ধতি (Miyawaki Forest method) অবলম্বনে বৃক্ষরোপণ এবং মহিষাদল ব্লকে (মহিষাদল রয়েল এস্টেট গ্রাউণ্ডে) জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে কার্যকর হয়েছে। প্রায় ২৫টিরও বেশি প্রজাতির ১৯ হাজার গাছ লাগানো হয়েছে।

No comments