সরকারি বাংলো থেকে গন্ধগোকুল উদ্ধার
সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর থেকে একটি গন্ধগোকুল উদ্ধার হল বৃহস্পতিবার। স্থানীয় উত্তর রানিচক গ্ৰামের বাসিন্দা পঞ্চানন বর্মন বুধবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতন্যপুর বাসস্ট্যান…
সরকারি বাংলো থেকে গন্ধগোকুল উদ্ধার
সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর থেকে একটি গন্ধগোকুল উদ্ধার হল বৃহস্পতিবার। স্থানীয় উত্তর রানিচক গ্ৰামের বাসিন্দা পঞ্চানন বর্মন বুধবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতন্যপুর বাসস্ট্যান্ড লাগোয়া সরকারি আবাসনের কাছ থেকে একটি আহত গন্ধগোকুল উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে সেবা,শুশ্রূষা করেন।এরপর স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বন দপ্তরে খবর দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে বালুঘাটা বন দপ্তরের আধিকারিকরা এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
No comments