Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্ৰামীণ কৃষি সমবায় দখল তৃনমূলের

গ্ৰামীণ কৃষি সমবায় দখল তৃনমূলের
 সুতাহাটা পঞ্চায়েত সমিতির আশদতলিয়া-জামালচক গ্ৰামীণ কৃষি সমবায় সমিতি দখল করল তৃনমূল।গত ৮ ও ৯ জুন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল।কিন্তু শাসকদলের ১২ জন প্রার্থী মনোনয…

 



গ্ৰামীণ কৃষি সমবায় দখল তৃনমূলের


 সুতাহাটা পঞ্চায়েত সমিতির আশদতলিয়া-জামালচক গ্ৰামীণ কৃষি সমবায় সমিতি দখল করল তৃনমূল।গত ৮ ও ৯ জুন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল।কিন্তু শাসকদলের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিরোধী দলের কোন প্রতিনিধি মনোনয়নপত্র জমা করতে পারেনি।তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃনমূল।২০১৫ সালে বামদের হারিয়ে প্রথমবার সমবায় সমিতি দখল করেছিল তৃনমূল।তখন সমবায়ের সদস্য ছিল ৪০০ জন,বর্তমানে সদস্য সংখ্যা ৬৭৫ জন।২০২০ সালের মার্চ মাসে পুরোনো বোর্ডের মেয়াদ শেষ হয়।কোভিডের জন্য দুই বছর নির্বাচন করা যায়নি বলে জানিয়েছেন সমবায় কতৃপক্ষ।

জি ভালো জন প্রার্থী জয়লাভ করেছিলেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাদের হাতে আজ বিজয়ী সার্টিফিকেট তুলে দিলেন বইয়ের ডাইরেক্টর জয়দেব পাল।

No comments