Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অন্ত্যোদয় অনাথ আশ্রমের আজ কম্পিউটার দিয়ে উদ্বোধন করেন সুপারস্টোন ফাউন্ডেশন

প্রদীপ কুমার মাইতি -পটাশপুর- অন্ত্যোদয় অনাথ আশ্রমের আজ কম্পিউটার দিয়ে উদ্বোধন করেন সুপারস্টোন ফাউন্ডেশন 
" মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে ওড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো "আজ বিশ্ব উষ্ণায়নের করাল প্রভাব যে ভাবে আমাদে…

 



প্রদীপ কুমার মাইতি -পটাশপুর- অন্ত্যোদয় অনাথ আশ্রমের আজ কম্পিউটার দিয়ে উদ্বোধন করেন সুপারস্টোন ফাউন্ডেশন 


" মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে ওড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো "

আজ বিশ্ব উষ্ণায়নের করাল প্রভাব যে ভাবে আমাদের প্রাণপ্রিয় ধরিত্রীর প্রাকৃতিক পরিবেশের ওপর ধ্বংসের থাবা বাড়িয়ে ধরেছে তার হাত থেকে সমস্ত সৃষ্টি ও একইসাথে নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে আজ সবচাইতে প্রথম প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সে কারণেই বিজ্ঞানীরা আজ প্রথম কর্তব্য হিসেবে  বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছেন। যে প্রয়োজনের কথা আজ থেকে বহু পূর্বে বিশ্বকবি অনুধাবন করেছিলেন।অন্ত্যোদয় অনাথ আশ্রমের আজ এক দারুণ গুরুত্বপূর্ণ দিন। এতোদিন ধরে কম্পিউটার শিক্ষণে অন্যতম প্রতিবন্ধকতা ছিলো নব প্রজন্মের কম্পিউটার ( new generation) ও সেই কম্পিউটার প্রশিক্ষণের জন্য উপযুক্ত পরিকাঠামোর। আজ আশ্রমের সেই অভাবও পূর্ণ হলো। আশ্রমের নবনির্মিত ভবনের দ্বিতলে শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের সুবিধার্থে অনেক কম্পিউটার ও প্রজেক্টর দিয়ে একটি সুন্দর কম্পিউটার সেন্টার উদ্বোধিত হয়। প্রখ্যাত " সুপারস্টোন ফাউন্ডেশন আশ্রমকে এই কম্পিউটারগুলো দান করেন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্বামী শ্রদ্ধানন্দ জী মহারাজ ও সুপারস্টোন ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি মাননীয় ভি, কে, ভাণ্ডারী মহাশয়। সাথে অবশ্যই উপস্থিত ছিলেন অন্ত্যোদয় অনাথ আশ্রমের সর্বজনপ্রিয় সম্পাদক শ্রীযুক্ত বলরাম করণ মহাশয়।

সুন্দর অনাড়ম্বর অথচ ভাবগম্ভীর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে শিশুকিশোর আশ্রমিকদের জন্য ভবিষ্যতের এক মাইলফলক হয়ে রইলো। তাছাড়া অন্ত্যোদয় অনাথ আশ্রম তার জন্মলগ্ন থেকেই গুরুত্ব সহকারে আজকের এই দিনটিকে দায়িত্ব সহকারে পালন করে এসেছে। আজকেও তার ব্যতিক্রম হয় নি। আজও আশ্রম চত্বরে ও তার লাগোয়া জমিতে বিভিন্ন প্রজাতির দুই হাজার শিশু বৃক্ষের রোপনের মধ্য দিয়ে আশ্রমিক শিশুকিশোরের দল এক আনন্দ যজ্ঞে মেতে ওঠে।আশ্রমের প্রধান সম্পাদক মাননীয় বলরাম করণ মহাশয় শিশুকিশোরদের কাছে আজকের দিনটির গুরুত্ব ব্যাখ্যা করেন।

No comments