Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩ থেকে ১৮ বয়সের যোগা প্রতিযোগীতায় রাজ্যের মধ্যে প্রথম দেশের মধ্যে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর তমলুকের অঙ্কিতা

১৩ থেকে ১৮ বয়সের  যোগা প্রতিযোগীতায় রাজ্যের মধ্যে প্রথম দেশের মধ্যে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর  তমলুকের অঙ্কিতাএকদিকে যেমন আধুনিক সোস্যাল সাইট বিভিন্ন প্রযুক্তির মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলায় মত্ত থাকে এই বয়সের মেয়েদের একটা বড় অং…

 



১৩ থেকে ১৮ বয়সের  যোগা প্রতিযোগীতায় রাজ্যের মধ্যে প্রথম দেশের মধ্যে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর  তমলুকের অঙ্কিতা

একদিকে যেমন আধুনিক সোস্যাল সাইট বিভিন্ন প্রযুক্তির মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলায় মত্ত থাকে এই বয়সের মেয়েদের একটা বড় অংশ । 

সেখানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার প্রত্যন্ত মথুরী  গ্রামের ১৪ বছরের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা রায় যোগা প্রতিযোগীতায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়ে তাক লাগিয়েছে। 

এই মে  মাসের ২৬- থেকে ২৮ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে একটি সর্বভারতীয়  বেসরকারী সংস্থার উদ্দ্যোগে তিন দিন ব্যপি প্রতিযোগীতা হয় ।সারা দেশের আঠারটি  (১৮) রাজ্যের এক হাজার আটশত  প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগীতায়।

প্রথম স্থান পায় রাজস্থান এবং দ্বিতীয় স্থান পায় পশ্চিমবঙ্গ।

খুব ছোট বেলা থেকেই অঙ্কিতা যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট ছিল ।মা শ্যামলী রায় গৃহ বধু হয়েও মেয়ের এই ইচ্ছে পূরণ করতে সব রকম সাহায্যের হাত বাড়িয়েছেন মেয়ের সাফল্য পেতে।

বাবা প্রিয়রঞ্জন রায় পেশায় একজন বাইক মিস্ত্রি হওয়ার ফলে মেয়েদের দিকে নজর দিতে না পারলেও 

মেয়ের এই সাফল্যে খুব খুশি।খুশির হাওয়া অঙ্কিতার পরিবারে ।

অঙ্কিতা কি ধরনের যোগ ব্যায়াম জানে তা বিস্তারিত জানালেন অঙ্কিতার যোগা শিক্ষক ভবানী মাইতি ।

যথারীতি ছাত্রীর সাফল্যে যথেষ্ট খুশি শিক্ষক ভবানী মাইতি।

No comments