এগরায় এমনটাই প্রশাসনিক বৈঠকে জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝী
প্রদীপ কুমার মাইতি- চলতি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার কথা আর সেজন্যই জেলাশাসক প্রত্যেককে গিয়ে সেই এলাকার উন্নয়ন সমস্…
এগরায় এমনটাই প্রশাসনিক বৈঠকে জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝী
প্রদীপ কুমার মাইতি- চলতি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার কথা আর সেজন্যই জেলাশাসক প্রত্যেককে গিয়ে সেই এলাকার উন্নয়ন সমস্যা সবকিছুই খতিয়ে দেখছেন। তিনি বলেন আত্মতুষ্টির কোন জায়গা নেই। এই জেলায় খুবই ভালোই কাজ হচ্ছে। কিন্তু কিছু কিছু দফতরে কাজের অভিযোগ আসছে। ইলেকট্রিক দফতরে এস এসরা অনেক সময় ফোন ধরেন না। কোন কাজ ফেলে রাখা যাবে না। অবিলম্বে দ্রুততার সহিত করতে হবে। এখনও অনেক স্কীমের কাজ হচ্ছে না। আমাদের কিছু করে দেখাতে হবে। মানুষ সবই দেখছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অবিলম্বে সমস্ত কাজ করতে হবে। সরকার মানুষের স্বার্থে কাজ করছে। শুক্রবার এগরায় এমনটাই প্রশাসনিক বৈঠকে জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝী। তিনি জানিয়েছেন, গ্রামে গ্রামে গিয়ে কার কী সমস্যা রয়েছে, সেগুলি জানুন। 'সংযোগ' এর মাধ্যমে এলাকায় জনসংযোগ করুন।
No comments