Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি! এবার প্রযুক্তি বিশ্বে যুক্ত হওয়ার সুযোগ পড়ুয়াদের- চেয়ারম্যান

গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি! এবার প্রযুক্তি বিশ্বে যুক্ত হওয়ার সুযোগ পড়ুয়াদের- চেয়ারম্যানগ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি          এনবিএ (ন্যাশনাল বোর্ড অফ আ্যক্রিডিটেশন)-র স্বীকৃতি পেল গ্লোবাল ইনস্টিট…

 


গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি! এবার প্রযুক্তি বিশ্বে যুক্ত হওয়ার সুযোগ পড়ুয়াদের- চেয়ারম্যান

গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি          

এনবিএ (ন্যাশনাল বোর্ড অফ আ্যক্রিডিটেশন)-র স্বীকৃতি পেল গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি! এবার প্রযুক্তি বিশ্বে যুক্ত হওয়ার সুযোগ পড়ুয়াদের সামনে

গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি বা GIST-এর 

মেধা এবং মান নিয়ে কোনও দিনই সংশয় ছিলনা রাজ্য কিংবা দেশের শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলির। GIST থেকে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ডিপ্লোমা করা বহু প্রাক্তন পড়ুয়া এখন সম্মানের সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ২০০৬ সাল থেকে যাত্রা শুরু করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসেবে GIST এখন রাজ্যের সেরাদের তালিকায়। এবার তার সঙ্গে যুক্ত হল আরও একটি নতুন পালক যুক্ত হল। ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজ্যের মধ্যে একমাত্র পলিটেকনিক কলেজ হিসাবে ভারত সরকারের ন্যাশনাল বোর্ড ফর অ্যাক্রিডিটেশন বা এনবিএ-র স্বীকৃতি পেল।

GIST-এর অধ্যক্ষ অধ্যাপক বিক্রমজিৎ চৌধুরী জানিয়েছেন," গত দেড় দশক ধরে উন্নত ও আধুনিক পঠন-পাঠন এবং শিল্পের উপযোগী করে ছাত্র ছাত্রীদের গড়ে তোলার পাশাপাশি ভারত সরকারের বর্তমান চাহিদা অনুযায়ী এই প্রতিষ্ঠানকে উন্নীত ও সময়োপযোগী করার জন্য এনবিএ-র এই স্বীকৃতি যা  আগামী তিন বছরের জন্য অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বজায় থাকবে। ২০২৫ সালে ফের ওই স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এখন থেকেই নিজেদের তৈরি করেছি।' 


অধ্যাপক চৌধুরী আরও জানিয়েছেন, " এনবিএ বা জাতীয় অনুমোদন বোর্ডের এই স্বীকৃতি আমাদের পড়ুয়াদের দেশের সর্বত্রই এমন কী বিদেশেও সমাদৃত করার সুযোগ এনে দিয়েছে। এই কলেজ থেকে পাশকরা যে কোনো পড়ুয়া দেশের পাশাপাশি বিদেশেও অতি সহজেই কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারবেন। পাশাপাশি আরও উচ্চতর শিক্ষা, গবেষনা ইত্যাদি ক্ষেত্রে দেশ বিদেশে তাঁরা সুযোগ করে নিতে পারবেন কারন তাঁদের সার্টিফিকেটে আমাদের এই প্রতিষ্ঠান যে ভারত সরকারের এনবিএ স্বীকৃত সেটা উল্লেখ থাকবে।"


GIST সূত্রে জানানো হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকেই গ্লোবালে চালু হচ্ছে বিএসসি (আইটি) নামে নতুন একটি তথ্য প্রযুক্তির কোর্স। কম্পিউটার বিশ্বে এই কোর্সের বিপুল চাহিদার জন্য পাঠ শেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা অনেক বেশি মনোবল পাবে বলে প্রতিষ্ঠানের সঙ্গে সহমত পোষণ করেছেন বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কলেজ কর্তৃপক্ষগুলিও।

No comments