হলদিয়ায় যোগ দিবস উদযাপন
মঙ্গলবার দিনভর শিল্পশহর হলদিয়ার বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন করা হয়।টাউনশিপে আইওসির এমপ্লয়িজ ক্লাবে হলদিয়া রিফাইনারীর উদ্যোগে অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়।হলদিয়া রিফাইনারির এগজিকিউটিভ…
হলদিয়ায় যোগ দিবস উদযাপন
মঙ্গলবার দিনভর শিল্পশহর হলদিয়ার বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন করা হয়।টাউনশিপে আইওসির এমপ্লয়িজ ক্লাবে হলদিয়া রিফাইনারীর উদ্যোগে অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়।হলদিয়া রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন।এদিন রিফাইনারীর কর্মচারীদের নিয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।অন্যদিকে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে হলদিয়া ক্রিয়েটিভ যোগ অ্যাকাডেমির আয়োজনে শহরের বিভিন্ন প্রান্তে যোগ শিবির হয়।এদিন সুতাহাটা ব্লকের ঢেকুয়া বিবেকানন্দ অগ্ৰণী সংঘ হাইস্কুল মাঠে হলদিয়া যোগ থেরাপি এন্ড এডুকেশান সেন্টারের উদ্যোগে যোগচর্চা শিবির অনুষ্ঠিত হয়।পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও যোগচর্চায় অংশগ্রহণ করেন।
No comments