Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভা নির্বাচন হচ্ছে না ? নিয়োগ হচ্ছে প্রশাসক ? কানাঘুষা হলদিয়া পৌরবাসীদের

হলদিয়া পৌরসভা নির্বাচন  হচ্ছে না ? নিয়োগ হচ্ছে প্রশাসক ? কানাঘুষা হলদিয়া পৌরবাসীদেরহলদিয়ায় আম আদমি ভুয়ো পোস্টার,থানায় অভিযোগ দায় আম আদমি পার্টির (আপ) সদস্যপদ নেওয়ার ফেক পোস্টারের প্রতিবাদে অভিযোগ জমা পড়ল হলদিয়ার ভবানীপ…

 


হলদিয়া পৌরসভা নির্বাচন  হচ্ছে না ? নিয়োগ হচ্ছে প্রশাসক ? কানাঘুষা হলদিয়া পৌরবাসীদের

হলদিয়ায় আম আদমি ভুয়ো পোস্টার,থানায় অভিযোগ দায় আম আদমি পার্টির (আপ) সদস্যপদ নেওয়ার ফেক পোস্টারের প্রতিবাদে অভিযোগ জমা পড়ল হলদিয়ার ভবানীপুর থানায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প শহরে। সেখ আমিনুন নামে ভবানীপুর থানা এলাকার ডিঃঘাসীপুরের এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি নিজের ছবি এবং ফোন নম্বর-সহ আপের পুরনো পোস্টারের আদলে পোস্টার ছাপিয়ে হলদিয়ার কদমতলা,ব্রজলালচক এবং পুরসভা অফিসের সামনে দেওয়ালে সাঁটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর জানা মাত্রই রাজ্য নেতৃত্বের পরামর্শ অনুযায়ী সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা ইনচার্জ সুব্রত সাহু সোমবার ২৭ জুন ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছেন। ওই ব্যক্তিকে চিহ্নিত করে আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে আপের তরফে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে বলে থানা সূত্রে জানা গিয়েছে। সামনে আসন্ন হলদিয়া পৌরসভা নির্বাচন। তার আগেই এই পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। যদিও কয়েকদিন আগেই সিপিআইএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ জানিয়েছিলেন যদি তৃণমূল না নেয় তাহলে তিনি

আম আদমি তে যোগদান করার ইচ্ছা প্রকাশ ।  আর তারপরে এই পোস্টর। তাহলে কি আম আদমি হলদিয়া পৌরসভা নির্বাচনে একটা ভালো ফল করতে পারে। যদিও হলদিয়া শিল্পাঞ্চল বামপন্থীদের দুর্জয় ঘাঁটি। শাসক দলের কর্মীদের চাঙ্গা করতেই এসেছিলেন সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি হলদিয়া কে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনে দেখেছিলেন কেন্দ্র সরকার। আর তার জন্যই কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী এসেছেন হলদিয়াতে প্রচারের জন্য। তার ফলেই ভালো ফল হয়েছে হলদিয়া বিধানসভায় বিজেপির। হলদিয়া পৌরসভা মেয়াদ শেষ হচ্ছে ৬ সেপ্টেম্বর আর এক সপ্তা মধ্যেই যদি হলদিয়া পৌরসভা নির্বাচন হয় তাহলে তার নির্বাচনী নির্ঘণ্ট শুরু হবে। কিন্তু কোন কিছুই এখন সাড়া নেই। তাহলে কি শাসক দল বিভিন্ন রাজনৈতিক দলের চাপে ভোট পিছিয়ে দিতে চলেছে? যদিও শ্রমিকদের মন জয় করার জন্য সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিক স্বার্থে জন্য শ্রমিকদের মন জয় করতে সময় চেয়ে ছিলেন ১০০ দিন। ইতিমধ্যে প্রায় ৩০ দিন অতিক্রান্ত হতে চলেছে। তাহলে কি প্রশাসক নিয়োগ হবে হলদিয়া পৌরসভায়? হলদিয়া পৌরসভা নির্বাচন প্রশাসক নিয়োগ হলে কেবা আসবে এই প্রশাসক মন্ডলীতে সে নিয়ে কানাঘুষা চলছে দলের অন্দরে। তাহলে কি ঘুরেফিরে ভারতীয় জনতা পার্টি এবারে হলদিয়া পৌরসভা দখল করবে? না বামপন্থীদের পুরনো ঘাঁটি আবার ফিরে পাবে? সে নিয়ে চলছে বিভিন্ন মহলে চায়ের দোকান থেকে বাজারে এখন একটাই চর্চা হলদিয়া পৌরসভা নির্বাচন।

No comments