আইল্যান্ড রেড মুরগী বাচ্চা বিতরন উন্নত জাতের রোড আইল্যান্ড রেড মুরগী বাচ্চা বিলি করা হয়। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে উন্নত জাতের মুরগী বাচ্চা দেওয়া হলো। এ দিন দোঁবাধিতে ব্লক প্রাণী সম্পদ ক…
আইল্যান্ড রেড মুরগী বাচ্চা বিতরন
উন্নত জাতের রোড আইল্যান্ড রেড মুরগী বাচ্চা বিলি করা হয়। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে উন্নত জাতের মুরগী বাচ্চা দেওয়া হলো। এ দিন দোঁবাধিতে ব্লক প্রাণী সম্পদ কার্যালয়ে মুরগী বাচ্চা দেওয়া হয়। এগরা ১ ব্লক প্রাণী সম্পদ দফতরের আধিকারিক সঞ্জিত ভৌমিক জানিয়েছেন, এগরা ১ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের চারশো জনকে ১০টি করে মুরগী বাচ্চা দেওয়া হয়। একদিকে যেমন অপুষ্টি দূর হবে, আবার অন্যদিকে প্রাণী পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবে। এ দিন শিবিরে উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের বিডিও সুমন ঘোষ, ব্লকের জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি, ব্লকের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ অভিমন্নু দাস প্রমুখ।
No comments