Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রক্তদাতাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন হাজরা মোড় " মৈত্রী ভূমি " সংস্থার সভাপতি ও সম্পাদক

রক্তদাতাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন হাজরা মোড় " মৈত্রী ভূমি " সংস্থার সভাপতি ও সম্পাদক 

   হলদিয়া হাজরা মোড় " মৈত্রী ভূমি "সংস্থার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন উপলক্ষে ম…





 রক্তদাতাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন হাজরা মোড় " মৈত্রী ভূমি " সংস্থার সভাপতি ও সম্পাদক 



   হলদিয়া হাজরা মোড় " মৈত্রী ভূমি "সংস্থার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন উপলক্ষে মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়া রোগীদের প্রাণ বাঁচাতে এবং জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে দন্ত পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় পালকি অডিটোরিয়াম হলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন- কাউন্সিল জয়ন্তী রায় দণ্ড পাঠ, সমাজসেবী সত্য শংকর সাহুও প্রেসক্লাব টাইমস পাক্ষিক পত্রিকার  সম্পাদক সত্যেন্দ্রনাথ নায়ক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। সংস্থার সম্পাদক আশীষ হাজরা  জানিয়েছেন , গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে মাঠে ঘাটে মানুষ বেরোতে পারছেন না । জেলার বিভিন্ন ক্লাব গুলি যেভাবে রক্তদান  শিবিরের অনুষ্ঠান করত। প্রচণ্ড তাপদাহের জন্য পারছে না। এর ফলে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। কিছুটা রক্তের সংকট মেটাতে আজকে আমাদের এই উদ্যোগ। সভাপতি ভৃগুরাম মন্ডল বলেন, শুধু এবছর নয়। বিগত বছরগুলিতে হলদিয়া হাজরা মোড় মৈত্রী ভূমি এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। রক্ত দানের পাশাপাশি আজকে বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক এর উপস্থিতিতে দাঁতের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়। তিনি আরও জানান, রক্তদান শিবিরে মহিলারাই সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্ত দান করেছেন।

No comments