Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষার আগেই হলদি নদীর বাঁধ বাধার কাজ শুরু, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ এলাকার মানুষের বিক্ষোভ

বর্ষার আগেই হলদি নদীর বাঁধ বাধার কাজ শুরু, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ এলাকার মানুষের বিক্ষোভ
বর্ষাকালের এই এলাকার মানুষকে থাকতে আতঙ্কে এই বুঝি নদী বাঁধ ভেঙে যায়। সূত্রের খবর,প্রতি ১৫ বছর অন্তর এই বাঁধের কাজ  হয় । হ…


 


বর্ষার আগেই হলদি নদীর বাঁধ বাধার কাজ শুরু, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ এলাকার মানুষের বিক্ষোভ


বর্ষাকালের এই এলাকার মানুষকে থাকতে আতঙ্কে এই বুঝি নদী বাঁধ ভেঙে যায়। সূত্রের খবর,প্রতি ১৫ বছর অন্তর এই বাঁধের কাজ  হয় । হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাঁশখানা জালপাই এলাকায় হলদি নদীর সেচ বাঁধের কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের। 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5qYeOAOu-UU

পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা এবিষয়ে সেচ দপ্তরে অভিযোগ করেন। ৬ মে শুক্রবার দুপুরে সেচ দপ্তরের এসডিও ঘটনার তদন্তে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার হচ্ছে প্রতিবাদ করতেই ঠিকাদার গ্রামবাসীদের নামে থানায় চুরির মিথ্যে অভিযোগ করে ভয় দেখায়। সেচ দপ্তরের আধিকারিক গ্রামবাসী, পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে নজরদারি কমিটির নির্দেশ দেন। নির্মাণ সামগ্রীর গুণগত মান নিয়ে আস্বস্ত করেন। ২কোটি ৩৮লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ চলছে।

No comments