Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরীতে বিশ্ব ডাকঘর দিবস উদযাপন

খেজুরীতে বিশ্ব ডাকঘর দিবস উদযাপন

খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে বিশ্ব ডাকঘর দিবস পালিত হলো বুধবার  হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে। বৈকালিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সদস্য/ সদস্যারা ছাড়াও খে…

 




খেজুরীতে বিশ্ব ডাকঘর দিবস উদযাপন



খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে বিশ্ব ডাকঘর দিবস পালিত হলো বুধবার  হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে। বৈকালিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সদস্য/ সদস্যারা ছাড়াও খেজুরীর বিশিষ্ট ব্যক্তিগণ। উপস্থিত সকলে এদিন তাঁদের আলোচনায় বিশ্ব ডাকঘর দিবস দিনটি উদযাপনের গুরুত্ব, ভারত ও বিশ্বে ডাক ব্যবস্থার সূচনা ও তার বিস্তৃতির ইতিহাস, আধুনিক ভারতীয় ডাক ব্যবস্থা, আধুনিক ভারতে জনসাধারণের জন্য চালু হওয়া  খেজুরীর প্রথম ডাক ও তার ঘরের সংরক্ষণের গুরুত্ব  তুলে ধরেন। খেজুরীর ঐতিহাসিক ডাকঘরটিকে এদিন অবিলম্বে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক হেরিটেজ সৌধ ঘোষণা ও সংরক্ষনসহ পোস্ট্যাল মিউজিয়াম স্থাপনের দাবী জানান উপস্থিত সকলে। আলোচনায় অংশগ্ৰহণ করেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সহ: সম্পাদকদ্বয় সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন, ড. বিষ্ণুপদ জানা, শক্তিপ্রসাদ জানা, অরিন্দম মাইতি, সমরেশ সুবোধ পড়্যা,মহামায়া গোল প্রমুখ।

No comments