Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রক্তের চাহিদা মেটাতে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

রক্তের চাহিদা মেটাতে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

প্রদীপ কুমার মাইতি-  রক্তের সংকট মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও চণ্ডীপুর থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারে…

 


রক্তের চাহিদা মেটাতে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির



প্রদীপ কুমার মাইতি-  রক্তের সংকট মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও চণ্ডীপুর থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে চণ্ডীপুর থানার থানার পক্ষ থেকে 'উৎসর্গ' নামে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কারণে চণ্ডীপুর থানার পক্ষ থেকে মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন । এই অনুষ্ঠানে চণ্ডীপুর থানার স্টাফ ও ভিলেজ পুলিশ নিজেরা গান গেয়ে রক্ত দাতাদের সম্বর্ধনা জানালেন। চণ্ডীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুকমল ঘোষ জানিয়েছেন, প্রচণ্ড গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে একফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। শুধু রক্তদান শিবিরে সীমাবদ্ধ  নয়, সারাবছর আমরা নানা সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীপুর ব্লকের বিডিও অনির্বাণ কুমার মন্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক- সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

No comments