Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 19, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

'কৃষক রত্ন পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ২৫ জন কৃষক

'কৃষক রত্ন পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ২৫ জন কৃষক
১৭ ই মে কৃষক দিবস! রাজ্য সরকারের 'কৃষক রত্ন পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ২৫ জন কৃষক। আজ ১৭ মে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিটি ব্লকেই পালিত হবে 'কৃষক …




 'কৃষক রত্ন পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ২৫ জন কৃষক


১৭ ই মে কৃষক দিবস! রাজ্য সরকারের 'কৃষক রত্ন পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ২৫ জন কৃষক। আজ ১৭ মে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিটি ব্লকেই পালিত হবে 'কৃষক দিবস'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মেদিনীপুর  এক অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুরের সমস্ত ব্লকে 'কৃষক রত্ন' প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

কৃষি দফতর সূত্রে খবর, মেদিনীপুরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরষ্কার দেওয়ার পরে অন্য জেলাগুলিতে প্রতিটি ব্লকে কৃষক দিবস পালনের অনুষ্ঠানে কৃষক রত্ন পুরষ্কার দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের ২৫টি ব্লকের প্রতিটিতেই ব্লক কৃষি দফতরের উদ্যোগে 'কৃষক দিবস' পালন সহ রাজ্য সরকারের উন্নয়নের পথে ১১ বছর' শীর্ষক অনুষ্ঠান হবে। সেখানে সংশ্লিষ্ট ব্লকের 'কৃষক রত্ন’ পুরষ্কার প্রাপকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রত্যেক ‘কৃষক রত্ন’ প্রাপককে ১০ হাজার টাকার চেক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে।

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে ২০১২ সাল থেকে প্রতি বছর ১৪ মার্চ দিনটি 'কৃষক দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। কৃষক দিবসে রাজ্যের প্রতি ব্লকের একজন অগ্রণী কৃষককে ‘কৃষক রত্ন' পুরস্কার দেয় কৃষি দফতর। চলতি বছর নির্বাচনের জন্য গত ১৪ মার্চ 'কৃষক দিবস' পালন হয়নি। তার পরিবর্তে ১৭ মে ‘কৃষক দিবস' পালন করা হবে। জেলা কৃষি দফতর সূত্রের খবর, এবার জেলার যে ২৫ জন 'কৃষক রত্ন পাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন তমলুক ব্লকের সত্যব্রত ভৌমিক, শহিদ মাতঙ্গিনীর শ্যামসুন্দর মণ্ডল, পাঁশকুড়ার গৌতম জানা, কোলাঘাটের শ্রীকান্ত পাখিরা, নন্দকুমারের একাদশী শী, চণ্ডীপুরের দেবকুমার সাঁতরা, ময়নার বলরাম মাইতি, মহিষাদলের রবীন্দ্রনাথ বাগ, সুতাহাটার শুভদীপ পাইক, হলদিয়া ব্লকের দীপঙ্কর হাজরা, নন্দীগ্রাম-১ ব্লকের তড়িৎকুমার সামন্ত, নন্দীগ্রাম-২ ব্লকের অংশুমান গিরি, কাঁথি-১ ব্লকের সঞ্জয় পট্টনায়েক, দেশপ্রাণ ব্লকের রাইপদ জানা, কাঁথি-৩ ব্লকের ভানুচরন বেরা, রামনগর-১ ব্লকের সুশীলকুমার গিরি, রামনগর ২ ব্লকের শরৎ মান্না, ভগবানপুর১ ব্লকের অমলেন্দু পট্টনায়েক,ভগবানপুর-২ ব্লকের স্বপনকুমার প্রধান, খেজুরি-১ ব্লকের অমলেন্দু দাস, খেজুরি-২ ব্লকের অশোক পাঁজা, এগরা-১ ব্লকের রতনকুমার দাস, এগরা-২ ব্লকের বিষ্ণুপদ দিন্দা, পটাশপুর-১ এর শ্রীকান্ত মণ্ডল ও পটাশপুর-২ এর নারায়ণ দাস। জেলা কৃষি দফতরের সহ-অধিকর্তা (শস্য সুরক্ষা) মৃণালকান্তি বেরা বলেন, “মঙ্গলবার জেলার ২৫টি ব্লকেই কৃষক দিবস পালনের অনুষ্ঠানে ‘কৃষক রত্ন’ পুরস্কার প্রদান করা হবে।”

No comments