Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ২ ব্লকের পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রমে

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী  পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ২ ব্লকের পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রমে
 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। প্রতিবছর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ২ ব্লকের পাঁউশি অন্ত্যদ্বোয় অন…

 


রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী  পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ২ ব্লকের পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রমে


 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। প্রতিবছর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ২ ব্লকের পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রমের তরফে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাকজমোকের সাথে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়ে থাকে। তবে বিগত দু বছর রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হলেও সংক্রমণের জেরে ভাটা পড়েছিল জন্মজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানে। তবে দু বছর পর এবার আবারো সারা রাজ্যের পাশাপাশি ভগবানপুরের  ও ভূপতিনগর থানার পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রমে জাকজমোকের সাথে পালিত হয়েছে কবিগুরু জয়ন্তী। সোমবার পাঁউশিতে অনাথ আশ্রমে অবস্থিত কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের ডিআইজি নবীন কুমার সাহা ( কারা বিভাগ), আশ্রম কতৃপক্ষ বলরাম করন, ইঞ্জিনিয়ার চন্দন বসু-  সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি এ দিন কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন ও তার প্রতিকৃতিতে মাল্যদান করে অনাথ আশ্রমের কচিকাঁচারা। বলাবাহুল্য, এ দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আশ্রমের  অনাথ ছেলেমেয়েরা নাচ, গান, কবিতা আবৃত্তি, সাহিত্যচর্চা,  রবীন্দ্রসংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো আশ্রম চত্বরে বইছে খুশির হাওয়া।

No comments