Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩৭ তম আন্তর্জাতিক মে দিবস

১৩৭ তম আন্তর্জাতিক মে দিবস   ১৩৭তম আন্তর্জাতিক মে দিবস। হাজার১৮৮৬সালের ১ মে শিকাগোর হে মার্কেটের ঘটনায় ৩০ বছর আগে দুনিয়ায় প্রথম ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা ধর্মঘট করেন১৮৫৬ সালের২১ এপ্রিল অস্ট্রেলিয়ায়। তাঁরাই প্রথম দাবি --…

 




 ১৩৭ তম আন্তর্জাতিক মে দিবস  

 

 ১৩৭তম আন্তর্জাতিক মে দিবস। হাজার১৮৮৬সালের ১ মে শিকাগোর হে মার্কেটের ঘটনায় ৩০ বছর আগে দুনিয়ায় প্রথম ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা ধর্মঘট করেন১৮৫৬ সালের২১ এপ্রিল অস্ট্রেলিয়ায়। তাঁরাই প্রথম দাবি --সনদের বলেছিলেন ৮ ঘন্টা শ্রম, ৮ঘন্টা আনন্দ, ৮ঘন্টা বিশ্রাম। তারপর ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের গণহত্যায় শহীদের আত্মত্যাগকে স্মরণ করে শ্রমিক দিবস পালিত হয়।একটা সময় ছিল ,এই দিনে রক্ত পতাকায় উদ্বেল হত বাংলা। কল কারখানার গেট থেকে পার্টি অফিসের শহীদ বেদী সর্বত্র মুষ্টিবদ্ধ হাত সংগ্রামের গান গাইত। মিছিল হত সেদিন বঙ্গে। মে দিবস এখন নিখাদ একটি ছুটির দিন। কমিউনিস্ট পার্টিগুলির সেরকম রমরমা নেই। ঘটা করে মে দিবস পালন করবে কে ? কমরেডরা এখন অন্য শিবিরে নাম লেখাচ্ছেন। কারখানার গেটে , সিটুর অফিসে এখন রং বদলে গিয়েছে। লাল রঙের বদলে  উঠছে অন্য রঙের পতাকা। অ-বাম দলগুলির এখন মে দিবস পালন করার কোনও দায়বদ্ধতা নেই। বামেরা দুর্বল হওয়ায় ঐতিহাসিক দিনটির ঐতিহ্য ক্রমশ ফিকে হচ্ছে। এইদিন বিশাল মিছিল থেকে আওয়াজ উঠত। "মে দিবস  দিচ্ছে ডাক ,সাম্রাজ্যবাদ নিপাত যাক", ইনক্লাব-- জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। কোথায় হারিয়ে গেল সেই সব স্লোগান। অসহায় কৃষক-শ্রমিক  বোধহয় আজ ভরসা পায় না। তাই মে দিবস বড্ড রং চটা লাগে।

No comments