বাঁধ পরিদর্শনে রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
রূপনারায়ন নদীর বাঁধ পরিদর্শনে রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
মহিষাদল ব্লক এর অমৃত বেড়িয়া এলাকায় রূপনারায়ন নদীর বাঁধ পরিদর্শনে রাজ্যের জল…
বাঁধ পরিদর্শনে রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
রূপনারায়ন নদীর বাঁধ পরিদর্শনে রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
মহিষাদল ব্লক এর অমৃত বেড়িয়া এলাকায় রূপনারায়ন নদীর বাঁধ পরিদর্শনে রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র ।সাথে ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ,পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ । বাঁধ পরিদর্শনের পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা বলেন তিনি। গত বছর এই এলাকায় নদী বাঁধ ভেঙে জল এলাকায় ঢুকে পড়েছিল। সেই বাঁধ রাজ্য সরকার নির্মাণ করেছে কি ধরনের কাজ হয়েছে তা খতিয়ে দেখেন মন্ত্রী।
প্রসঙ্গত,ঘূর্ণিঝড় ‘অশনি’র অভিমুখ এখনও এরাজ্যের দিকে নেই। তা সত্ত্বেও পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি সেরে রাখেছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। গত শনিবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনের অফিসাররা প্রতিটি ব্লকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ জেলার পদস্থ কর্তারা বিভিন্ন ব্লকে গিয়ে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলার ২৫টি ব্লকেই দুর্যোগের পর দ্রুত গাছ কেটে সরানোর মহড়া চলে। সিভিল ডিফেন্সের টিম ওই কাজ করেছে। আবহাওয়া দপ্তর ঘোষণা করেছিলেন ১০ থেকে ১৩ ই মে যেকোনো সময়ে আছড়ে পড়তে পারে অশনি। ১০ মে সকাল থেকেই ঝিম ঝিম বৃষ্টি পড়ছে বিক্ষিপ্ত এলাকায়। শিল্প শহর হলদিয়া গত আম্ফান যসের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি হয়েছিল। সে জন্যই অগ্রিম হলদিয়া বন্দর হলদিয়া পৌরসভা এবং উপকূল বাহিনীর তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে মেঘের মুখ ভারি থাকলেও। শিল্প এলাকায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে বলে বন্দর সূত্রের খবর।
No comments