Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারী লোডশেডিং এ জেতা বিধায়ক,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ এসে এমন বক্তব্য কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারী লোডশেডিং এ জেতা বিধায়ক,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ এসে এমন বক্তব্য কুণাল ঘোষ 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের তৃতীয়বারে মুখ্যমন্ত্রী ও ১১ বছর পূর্ণ উপলক্ষে আজ নন্দীগ্রামের ডি এম টি স্কু…

 



শুভেন্দু অধিকারী লোডশেডিং এ জেতা বিধায়ক,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ এসে এমন বক্তব্য কুণাল ঘোষ 


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের তৃতীয়বারে মুখ্যমন্ত্রী ও ১১ বছর পূর্ণ উপলক্ষে আজ নন্দীগ্রামের ডি এম টি স্কুলের অডিটোরিয়াম হলে সভা করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন তিনি বক্তব্যে বলেন নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে তিনি মত প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র বিকল্প মুখ, কেন্দ্রেবিকল্প সরকারের গড়তে  হবে, আর তার চাবিকাঠি বাংলার হাতে। মা মাটি সরকারের নেত্রী মমতাবন্দ্যোপাধ্যায় স্কুলে পোশাক-আশাক জুতো সাইকেল সব দিচ্ছেন, যা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে রাজ্য দেয়না।  মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন। বিজেপি শাসিত রাজ্যে কর্মসংস্থান নেই বাংলার কর্মসংস্থান রয়েছে, শিল্প আসছে, বাংলা জগত সভায় শ্রেষ্ঠ আসন গড়বে। মানুষের কর্মসংস্থান বাড়ছে মানসিক প্রস্তুতি রাখুন লোকসভা আসছে ৪২ টার মধ্যে ৪২ টা আসন পাবে মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দু-একটি টালবাহানা করছে তারাও চলে আসবে। নন্দীগ্রামের ১৭ গ্রাম পঞ্চায়েত ১৭ থাকবে। রাজ্যপালের হলদিয়া সফরকে ঘিরে একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন রাজ্যপালকে উত্তরপ্রদেশ টা দেখতে পান, না! অন্যান্য রাজ্য থেকে এরাজ্য অনেক বেশি ভালো আছে। রাজ্যপাল কেবিজেপির এজেন্ট ফের আরেকবার বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ। বিজেপি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে এখন। বিজেপির মধ্যে কম্পিটিশন করছে কে ভালো হয়ে উঠবে কেন্দ্রের কাছে। দীলিপবাবু বলছেন আমি বড় বিজেপি নেতা, সুকান্ত বলছেন আমি বড় বিজেপি, নেতা শুভেন্দু অধিকারী বলছেন আমি গদ্দারি করে চলে এসেছি আমি বড় নেতা। আর রাজ্যপাট বলছেন ওরা কি নেতা ওর থেকে আমি বড় বিজেপি নেতা। ফের আরেকবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ অমিত সাহা প্রসঙ্গে তিনি বলেন দেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসতেই পারেন, আমরা একটা জিনিস খেয়াল রাখব । বাম জমানায় পাহাড়অশান্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় কে সচল করেছেন আর্থিক স্বনির্ভর করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, বিজেপি মুছে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন কিছু না করেন যাকে প্ররোচনা বলে বিএসএফের এরিয়া তিনি য বাড়িয়েছেন । বিএসএফকে দিয়ে যেনক্যাডারের কাজ না করেন। যাতে করে বিএসএফ বিজেপির ক্যাডারের মতন কাজ না করে। শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে তিনি বলেন তিনি হলেন লোডশেডিং এমএলএ শুভেন্দু অধিকারী মামলায় হারবেন বলে এক কোট থেকে আরেক কোর্টে ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী নিজেই মামলার মুখোমুখি হতে চাইছেন না। নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবকিছুই আমরা জিতব বলে কুনাল ঘোষ দাবি।

No comments