Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'লালবিল্ডিং' সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয় বিধায়ক ও প্রশাসনের উদ্যোগে

'লালবিল্ডিং' সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয় বিধায়ক ও প্রশাসনের উদ্যোগে  স্বাধীনতা সংগ্রামী,কবি সাহিত্যিকদের স্মৃতি বিজড়িত পুরানো মহিষাদল রাজ হাইস্কুলের 'লালবিল্ডিং' সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয় বিধায়ক ও প্র…

 





 'লালবিল্ডিং' সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয় বিধায়ক ও প্রশাসনের উদ্যোগে

  স্বাধীনতা সংগ্রামী,কবি সাহিত্যিকদের স্মৃতি বিজড়িত পুরানো মহিষাদল রাজ হাইস্কুলের 'লালবিল্ডিং' সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয় বিধায়ক ও প্রশাসনের উদ্যোগে।স্বাধীনতা সংগ্রামীদের পড়াশোনা করা বিদ্যালয়ের পুরোনো ভবন ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল এতদিন।জরাজীর্ণ এই ভবনের ইট পাঁজরে গাঁথা রয়েছে ইতিহাস পুরনো নানা স্মৃতি।ভবনের চার দেওয়াল থেকে গাছগাছড়া বেরিয়েছে সেখানেই এক সময় মনীষীদের পায়ের ধুলো পড়েছে।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রাজ হাইস্কুলের পুরোনো বিল্ডিং যা লাল বিল্ডিং নামে পরিচিত। ১৮৭৪ সালে তৈরি হয়েছিল স্মৃতি বিজড়িত এই ভবন। এখানেই পড়াশোনা করেছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্ত, স্বাধীনতা সংগ্রামী গোপীনন্দন গোস্বামী। এখানেই পড়াশোনা করেছিলেন হিন্দির বিখ্যাত কবি সূর্যকান্ত ত্রিপাঠী যিনি কবি নিরালা নামে গোটা দেশে পরিচিত। রায় বাহাদুর জলধর সেন এইখানেই শিক্ষকতা করতেন।সময়ের সঙ্গে সঙ্গে এই ভবন হারিয়েছে তার উজ্জ্বল। আনাচে-কানাচেতে জমেছে আগাছা। বেশ কয়েকবার উদ্যোগ হয়েছিলো ভবনটিকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করার। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। যার জেরে ঐতিহাসিক ভবনের ভগ্নদশায় পরিনত হয়।

গতবছর নভেম্বর মাসে বিল্ডিং সংস্কারের কাজ শুরু হয়েছিল।১৭ মে মঙ্গলবার সকালে বিল্ডিংয়ের ছাদ ঢালাই-এর কাজের সূচনা করা হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।

No comments