পথদুর্ঘটনায় মৃত অমল মাইতি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
গত ১৫ ই মে কোলাঘাটের বিজেপি নেতা তথা বিজেপি জেলা কমিটির সদস্য অমল মাইতি পথদুর্ঘটনায় হাওড়া জেলার উলুবেড়িয়াতে মৃত্যু হয়।আজ বৃহস্পতিবার সন্ধ্…
পথদুর্ঘটনায় মৃত অমল মাইতি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
গত ১৫ ই মে কোলাঘাটের বিজেপি নেতা তথা বিজেপি জেলা কমিটির সদস্য অমল মাইতি পথদুর্ঘটনায় হাওড়া জেলার উলুবেড়িয়াতে মৃত্যু হয়।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোলাঘাটের সাহাপুর গ্রামে অমল বাবুর পরিবারের সাথে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পরিবারের পরিবারের সাথে দেখা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক মন্তব্য করেন।অনুব্রত ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি অনুব্রত মণ্ডল এর সিবিআই তলব নিয়ে বলেন-"সিবিআই কি করবে তার অ্যাজেন্সি এজেন্সির কাজ করবে। কিন্তু অনুব্রত মণ্ডলরা এনামুলের সঙ্গে মিলে গরুর টাকা তুলেছে কয়লার টাকা তুলেছে। নির্বাচন পরবর্তীকালে হিন্দুদের উপর যে খুন সন্ত্রাস হয়েছে বীরভূমে তাতে উনি নেতৃত্ব দিয়েছেন মাস্টারমাইন্ড। সবাই জানে দিনের আলোর মত পরিষ্কার।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, হেরে গিয়েও লজ্জা নেই, এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন-"মমতা ব্যানার্জি নিজেই হেনেছে হেরেছেন আমার কাছে ওনার যদি লজ্জা থাকত তাহলে উপ-নির্বাচন আলোচনা মুখ্যমন্ত্রীর শপথ নিতো না উনি বিপ্লব দেবের কাছে শিখুক। কি করে জেতা মুখ্যমন্ত্রী পথ ছাড়েন।হেরেছে তো মমতা ব্যানার্জি নিজে।উনি আবার কাকে হারালেন।বিজেপি ১৪৮ পাননি কিন্তু বিজেপি জিতেছে।১৬ তে বিজেপির ৩ টে সিট ছিলো এবারে ৭৭ টি জায়গা থেকে জিতেছে।১৬ সালে বিজেপির ১০% ভোট ছিলো এবারে বিজেপি ৩৮% ভোট পেয়েছে।১৬ সালে ৫৫ লাখ ভোট পেয়েছিলো।বিজেপি ২কোটি ২৮ লাখ ভোট পেয়েছে।মমতা ব্যানাজী নিজে হেরেছে।ওনারি লজ্জা নেই ওনার দুটো কান কাটা।ওইজন্য একটা জ্যন্ত লোককে পদত্যাগ করিয়ে ভবানীপুরে জোর করে ছাপ্পা মেরে মুখ্যমন্ত্রী হয়েছে।
No comments